বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সংসদে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে গরহাজির বিজেপির সাংসদরা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় সঙ্গীতের রচয়িতা। বিশ্বকবি। তবুও রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সংবিধান সদনের (পুরনো সংসদ ভবন) সেন্ট্রাল হলের শ্রদ্ধার্ঘ্যে দেখা গেল না মোদি সরকারের কোনও মন্ত্রীকে। হাজির ছিলেন না বঙ্গ বিজেপির কোনও এমপিও। তবে ‘প্রোটোকল’ মেনে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরি বংশের পাশাপাশি দুই সভার সেক্রেটারি জেনারেল। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
বুধবার রবি-শ্রদ্ধা স্মরণে উপস্থিত ছিলেন তৃণমূলের তিন এমপি। জহর সরকার, সাগরিকা ঘোষ এবং সাকেত গোখলে। তাঁদের অভিযোগ, বিজেপি বাংলা বিরোধী। তাই বাংলার অন্যতম শ্রেষ্ঠ সন্তানের জন্মদিনে সংসদ ভবনের অনুষ্ঠানে তাঁদের কোনও এমপি হাজির থাকার প্রয়োজনবোধ করেননি। তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, ‘বিজেপি যে বাংলা বিরোধী, তা আগেও প্রমাণ হয়েছে। রাজ্যের হকের টাকা আটকে রেখেছে। বাংলার মহিলাদের অপমান করছে। আর সংসদে রবীন্দ্রনাথের ঠাকুরের জন্মদিনেও নেই মোদির কোনও মন্ত্রী। রবীন্দ্রনাথকেও ওরা সম্মান করে না।’

9th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ