বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিভ্রান্তিকর বিজ্ঞাপনে সমান দায়ী সেলিব্রিটিরাও, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ইস্যুতে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, প্রতারণামূলক বিজ্ঞাপনের ক্ষেত্রে সেলিব্রিটি ও সোশ্যাল মিডিয়ায় প্রভাবশালীরাও সমান দায়ী। তাঁরা কোনওমতেই দায়িত্ব এড়াতে পারেন না। পতঞ্জলি আয়ুর্বেদের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার এই মন্তব্য করেছে বিচারপতি হিমা কোহলি ও বিচারপতি এহসানউদ্দিন আমানুল্লার বেঞ্চ। আগের দিনই ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর ভূমিকার কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। এদিন দেশের শীর্ষ আদালত আরও জানিয়েছে, কোনও বিজ্ঞাপন প্রচারের আগে সম্প্রচারকারীদের একটি স্বঘোষিত ফর্ম পূরণ করতে হবে। আর তা করতে হবে এই সংক্রান্ত প্রাসঙ্গিক আইন মেনেই। এক্ষেত্রে বেঞ্চ ‘গাইডলাইনস ফর প্রিভেনশন অব মিসলিডিং অ্যাডভারটাইজমেন্ট অ্যান্ড এনডোর্সমেন্টস ফর মিসলিডিং অ্যাডভারটাইজমেন্ট (২০২২)’-এর উল্লেখ করেছে। বিশেষত, ১৩ নম্বর নির্দেশিকার দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনও পণ্য বা পরিষেবা সম্পর্কে প্রচারের আগে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে তার গুণাগুণ সম্পর্কে যথেষ্ট তথ্য বা অভিজ্ঞতা থাকতে হবে। তাঁকে নিশ্চিত হতে হবে, সংশ্লিষ্ট পণ্যটির বিজ্ঞাপন প্রতারণামূলক নয়। কারণ, ক্রেতারা সেলিব্রিটিদের বিজ্ঞাপন দেখেই কোনও পণ্য বা পরিষেবার প্রতি আকৃষ্ট হন। তাই ওই পণ্য স্বাস্থ্যের প্রতি ক্ষতিকর কি না, সে সম্পর্কে সেলিব্রিটিদের কাছে পর্যাপ্ত তথ্য থাকা অবশ্যই বাঞ্ছনীয়। বিচারপতিরা আরও বলেছেন, কনজিউমার বা ভোক্তারা যাতে কোনও পণ্য সম্পর্কে অভিযোগ দায়ের করতে পারেন, তা সংশ্লিষ্ট মন্ত্রককেই নিশ্চিত করতে হবে। তা না হওয়া পর্যন্ত বিজ্ঞাপন সম্প্রচারের আগে সম্প্রচারকারীদের একটি স্বঘোষিত ফর্ম পূরণ করতে হবে। ঘোষণা করতে হবে, সংশ্লিষ্ট বিজ্ঞাপনটি প্রয়োজনীয় আইন (কেবল টিভি নেটওয়ার্ক আইন, ১৯৯৪) মেনেই প্রচার করা হচ্ছে। 

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ