বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পা দিয়ে বোতাম টিপে বেকারত্বর কথা মোদি রাজ্যেরই ভোটদাতার

আমেদাবাদ: বিদ্যুতের শক লেগে দুই হাত খুইয়েছিলেন অঙ্কিত শোনি। সে প্রায় ১৫-২০ বছর আগের কথা। এরপর বাবা-মা এবং শিক্ষকদের সহযোগিতায় আঁকতে শুরু করেন তিনি। এমবিএ ডিগ্রি লাভের পর এখন অঙ্কিত পিএইচডি করছেন। সেই অঙ্কিত মঙ্গলবার সমস্ত প্রতিকূলতাকে উড়িয়ে দিয়ে পা দিয়ে ভোট দিলেন। খেরা লোকসভার ভোটার অঙ্কিত। তিনি মনে করেন দুর্নীতি, বেকারত্ব, দ্রব্যমূল্যবৃদ্ধির মতো সমস্যা মধ্য দিয়ে চলেছে দেশ। সুদিনের আশায় তাই সমস্ত প্রতিবন্ধকতাকে সঙ্গী করেও ভোট দেন তিনি। বিজেপি আর গুজরাত একাকার হয়ে গিয়েছে। সেই নরেন্দ্র মোদি-অমিত শাহের রাজ্যে দুর্নীতি, বেকারত্বের মতো বিষয়ে কথা বলতে একটুও ভয়ডর নেই এই তরুণ ভোটারের।
গুজরাতের রাজকোটে আবার দেখা মিলল ৯৯ বছরের এক বিশেষভাবে সক্ষম বৃদ্ধ ভোটারের। হাঁটা চলার ক্ষমতা হারিয়েছেন যশবন্ত সিং। তবে ভোট দেওয়ার ইচ্ছা ষোলআনা প্রাক্তন রাজ্য সরকারি এই কর্মচারীর। তীব্র দাবদাহ উপেক্ষা করে আমরেলিতে তিনি ভোট দেন। তবে এই ভোটদান নির্ঝঞ্ঝাট হয়নি। অ্যাম্বুল্যান্সে করে তিনি বুথে আসেন। সেখানে কোনও হুইল চেয়ার ছিল না। অগত্যা ছেলেদের হাতে ভর করে স্ট্রেচারে শুয়েই তিনি গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। 
এদিন গুজরাতে ভোট গ্রহণ ঘিরে ছিল সাজসাজ রব। বহু বুথকে সাজানো হয়েছে বিয়েবাড়ির আদলে। রাখা হয়েছে সেলফি পয়েন্ট। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বহু মানুষ কেবল বাড়ি ফিরেছেন ভোট দেওয়ার জন্য।  

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ