বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কুলগাঁওয়ে বাহিনীর সঙ্গে সংঘর্ষ, লস্কর কমান্ডার সহ হত দুই জঙ্গি

বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীর বড় ধরনের সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। কুলগাঁওয়ে বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম দুই জঙ্গি। নিহতদের মধ্যে লস্কর-ই-তোইবার রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) এক প্রথমসারির কমান্ডার রয়েছে। তার নাম বশিত দার। কাশ্মীর পুলিসের আইজি ভি কে বিরধি বলেন, ‘এ’ ক্যাটিগরির জঙ্গি বশিত পুলিসের খাতায় ‘মোস্ট ওয়ান্টেড’। ২০২২ সাল থেকে খোঁজ চলছে। তার হদিশ পেতে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিল এনআইএ। পুলিস ও সাধারণ মানুষকে খুন সহ মোট ১৮টি মামলা রয়েছে বশিতের বিরুদ্ধে। এদিন তাকে নিকেশ করার ঘটনাকে উপত্যকায় জঙ্গিদের বিরুদ্ধে বড়সড় সাফল্য হিসেবে দেখছে পুলিস ও নিরাপত্তা বাহিনী। 
 সোমবার রাতে রেদওয়ানি পায়েন এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর আসে নিরাপত্তা বাহিনীর কাছে। গোপন সূত্রে তথ্য পাওয়ার পরই রাতেই অভিযান শুরু করেন জওয়ানরা। পুরো এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। আইজি বলেন, জঙ্গিদের প্রথমে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তাতে কান না দিয়ে বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। এরপর জবাব দেন জওয়ানরা। মঙ্গলবার ভোরের দিকে জঙ্গিদের তরফে পাল্টা প্রতিরোধ বন্ধ হয়ে যায়। পরে একটি বাড়ি থেকে দুই জঙ্গির দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, নিহত জঙ্গিদের বাড়ির ঠিকানা জানার চেষ্টা চলছে। তাদের দেহের পাশ থেকে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার সম্ভাবনা থাকায় তল্লাশি অভিযান জারি রেখেছে নিরাপত্তা বাহিনী। পাশাপাশি নিহত জঙ্গিদের সঙ্গে পুঞ্চে বায়ুসেনা ঘাঁটিতে হামলার কোনও যোগ রয়েছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। 

8th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ