বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সেনার কনভয়ে হামলার নেপথ্যে দুই পাকিস্তানি জঙ্গি, স্কেচ প্রকাশ

ফিরদৌস হাসান • শ্রীনগর: গত শনিবার বায়ুসেনার কনভয়ে হামলা চালানোর নেপথ্যে দু’জন পাক জঙ্গি। ঘটনার দু’দিন পর সোমবার তাদের স্কেচ প্রকাশ্যে আনল ভারতীয় নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসবাদীদের সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে ২০ লক্ষ টাকার পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। গত শনিবার সন্ধ্যা ছ’টা নাগাদ সুরানকোটে এলাকায় সানাই গ্রামে বায়ুসেনার কনভয়ের শেষ গাড়িটিতে আক্রমণ করে জঙ্গিরা। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উঁচু পাহাড়ের আড়ালে ঘাপটি মেরেছিল তারা। শেষ গাড়িটির জানালার কাচের দিকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আচমকা এই হামলায় থেমে যায় গাড়িটি। তখনই পরপর গুলি চালানো হয় গাড়িটির উপর। পাল্টা আক্রমণ করে বায়ু সেনাও। এই গুলির লড়াইয়ে আহত হন পাঁচজন বায়ুসেনা আধিকারিক। তড়িঘড়ি তাঁদের কপ্টারে করে উধমপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে মৃত্যু হয় ভিকি পাহাড় নামের এক সেনার। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুঞ্চ এলাকায় অনুসন্ধান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে রাজৌরি-পুঞ্চ বেল্টে। মোতায়েন হয়েছে বায়ুসেনার বিশাল বাহিনী। যারা জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দিয়েছিল, তাদের তথ্য সংগ্রহ করতে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তদন্তকারীদের অনুমান, জঙ্গিদের দলটি জম্মুর সাম্বা-কাঠুয়া বেল্ট থেকে রাজৌরি-পুঞ্চ বেল্টে ঢুকে পড়েছিল।   

7th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ