বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ছেলের জন্মদিন পালনের আগেই শহিদ হলেন বায়ুসেনার কর্মী ভিকি

জম্মু: শনিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চে জঙ্গি হামলায় জখম হন ভারতীয় বায়ুসেনার পাঁচজন কর্মী। পরে সেনা হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কর্পোরাল ভিকি পাহাড়ের। মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার নোনিয়া-কার্বাল গ্রামের এই বীর যোদ্ধার ছেলের জন্মদিন ছিল মঙ্গলবার। পুত্রের জন্মদিনে যাওয়ার সমস্ত ব্যবস্থাও সেরে রেখেছিলেন ভিকি। কিন্তু শনিবার পুঞ্চে জঙ্গি হামলা এক লহমায় সবকিছু শেষ করে দিয়েছে। সংবাদমাধ্যমকে স্থানীয়রা জানিয়েছেন, গত মাসেই বোনের বিয়ের জন্য এসেছিলেন ভিকি। অনুষ্ঠান মিটিয়ে ১৮ এপ্রিল ফের কাজে যোগ দেন। ২০১১ সালে বায়ুসেনায় যোগদান করেছিলেন তিনি। বাড়িতে স্ত্রী, পাঁচ বছরের পুত্র, মা এবং তিন বোন রয়েছেন। ছেলের জন্মদিনের সাক্ষী থাকতে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন ভিকি। কিন্তু তা আর হয়ে উঠল না।
এদিকে ঘটনার পর থেকেই জঙ্গিদের খোঁজে পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী। রবিবার জিজ্ঞসাবাদের জন্য বহু মানুষকে আটক করা হয়। গুরসাই, সানাই, শীনদারা টপ, শাহ সত্তর সহ একাধিক অঞ্চলে চলছে তল্লাশি। আকাশপথে নজরদারি চালাচ্ছে সেনা। সুরানকোটের সানাই টপ এবং মেন্ধারের গুরসাইয়ের মধ্যে পড়ে শাহ সত্তর জঙ্গল। শনিবার সেখান দিয়ে যাচ্ছিল বায়ুসেনার কনভয়। পথে আচমকা দু’টি গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। আহত হন বায়ুসেনার পাঁচজন কর্মী। হামলায় একে অ্যাসল্ট রাইফল ছাড়া আমেরিকায় নির্মিত এম৪ কার্বাইন এবং স্টিলের বুলেট ব্যবহার করা হয়। হামলার মুখে পড়া একটি গাড়ির সামনের কাচে কমপক্ষে ১২টি বুলেটের চিহ্ন দেখা গিয়েছে। সেনা সূত্রে খবর, হামলার পরেই জঙ্গলে পালিয়ে যায় জঙ্গিরা। ভিকির মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বায়ুসেনা। এক্স হ্যান্ডলে শ্রদ্ধা জানিয়ে তাদের পোস্ট, ‘দেশের স্বার্থে পুঞ্চে নিজের জীবন উৎসর্গ করেছেন কর্পোরাল ভিকি পাহাড়ে। দেশের এই বীর সন্তানের সাহসকে কুর্নিশ জানাচ্ছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী সহ বায়ুসেনার অন্যান্য কর্মীরা। মৃতের পরিবারকে সমবেদনা জানাই।’ 

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ