বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কর্মসংস্থান সংক্রান্ত তথ্য ২ মাস প্রকাশই করছে না কেন্দ্র
 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তাঁর আমলে যে কর্মসংস্থানের বহু সুযোগ তৈরি হচ্ছে, তা বোঝাতে একাধিকবার কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) পে-রোল পরিসংখ্যান ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি মন্ত্রিসভার একাধিক সদস্যও সেই পে-রোল ডেটার উপরই ভরসা রেখেছেন। কিন্তু গত দু’মাসে ইপিএফ, ইএসআই এবং এনপিএসের গ্রাহক অন্তর্ভুক্তি সংক্রান্ত সার্বিক পরিসংখ্যানগত তথ্য প্রকাশিত হয়নি। 
২০১৮ সালের এপ্রিল মাস থেকেই পরিসংখ্যান মন্ত্রক সংগঠিত ক্ষেত্রে কর্মসংস্থান সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করছে। প্রধানত ইপিএফ, ইএসআই এবং এনপিএসে কতজন গ্রাহক অন্তর্ভুক্ত হলেন, তার উপর ভিত্তি করেই সংশ্লিষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়। শ্রমমন্ত্রকের আওতাধীন ইপিএফও, কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি) এবং অর্থমন্ত্রকের অধীনে থাকা পিএফআরডিএ (পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি) সূত্রে প্রাপ্ত তথ্য দিয়েই সামগ্রিক পরিসংখ্যান প্রকাশ করে মন্ত্রক। সার্বিকভাবে এর নাম দেওয়া হয় ‘পে-রোল রিপোর্টিং ইন ইন্ডিয়া : অ্যান এনপ্লয়মেন্ট পারসপেক্টিভ’। অতীতে নিয়মিতভাবেই প্রত্যেক মাসে এটি প্রকাশিত হয়েছে। এব্যাপারে সর্বশেষ পিআইবি রিলিজ হয়েছে গত ২৩ ফেব্রুয়ারি। তার প্রতি মাসেই এই সংক্রান্ত পিআইবি রিলিজ দিয়ে তা প্রকাশ করেছে পরিসংখ্যান মন্ত্রক। ব্যতিক্রম গত মার্চ এবং এপ্রিল। গত ২৩ ফেব্রুয়ারির রিপোর্টে বলাও হয়েছে যে, ২২ মার্চ পরবর্তী পরিসংখ্যান প্রকাশ করা হবে। কিন্তু তা হয়নি। ফলে বাড়ছে জল্পনা। উঠছে প্রশ্নও।

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ