বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

আজ এসএসসি মামলার শুনানি, স্থগিতাদেশের আশায় চাকরিহারারা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও কলকাতা: আজ ফের সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার শুনানি। অপেক্ষায় গোটা রাজ্য। গত ২৯ এপ্রিল এই মামলার শুনানিতে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত পদ তৈরির জন্য জড়িতদের বিরুদ্ধে সিবিআ‌ই ‘আপাতত’ কোনও ব্যবস্থা নিতে পারবে না বলেই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অন্তবর্তী নির্দেশ কি বজায় থাকবে? নাকি, নতুন কোনও নির্দেশ দেবেন দেশের প্রধান বিচারপতি? হাইকোর্টের রায়ে চাকরি হারাতে বসা প্রায় ২৫ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মচারীদেরই বা কী হবে? চাকরি হারানোদের জন্য এর আগেরদিন কোনও নির্দেশ দেয়নি বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। আজ একই বেঞ্চে শুনানি। রাজ্য সরকার তথা চাকরিহারাদের আইনজীবীর আশা, হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ মিলবে।
 অন্যদিকে, বাংলায় প্রচারে এসে চাকরি হারানো ‘যোগ্য’ শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পরামর্শ মেনে এবার বঙ্গ বিজেপি ‘যোগ্য’ শিক্ষকদের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। দলের তরফে আগামী বুধবার থেকে একটি পোর্টাল চালুর সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে ‘যোগ্য’ প্রার্থীদের সমর্থনে সবরকম আইনি সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে। রাজ্য বিজেপির লিগ্যাল সেলের তরফে পাঁচ আইনজীবীর একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁরা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে চাকরিহারাদের হয়ে আইনি লড়াইয়ে দলের তরফে সেতুবন্ধনের কাজ করবেন। রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘আমরা প্রথম থেকেই যোগ্যদের পাশে ছিলাম। ভবিষ্যতেও থাকব। স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ পোর্টাল চালু হচ্ছে।’ 

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ