বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত পুলিস অফিসারের আগাম জামিন খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত উত্তরপ্রদেশের এক পুলিস অফিসারের জামিনের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। ২০২২ সালের ২৭ এপ্রিল ৪ ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ জানাতে থানায় যান ওই কিশোরী। সেসময় তাকে ধর্ষণের অভিযোগ ওঠে দায়িত্বে থাকা ওই স্টেশন হাউস অফিসারের বিরুদ্ধে। গত বছরের ২ মার্চ অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করে এলাহাবাদ হাইকোর্ট। উচ্চ আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার মা। 
শুক্রবার বিচারপতি এ এস বোপান্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ ওই স্টেশন হাউস অফিসারের জামিনের আবেদন খারিজ করে দেন। তাঁরা জানান, নির্যাতিতা ন্যায় বিচারের জন্য থানায় এসে যেধরনের ঘটনার সাক্ষী থাকলেন, তা জঘন্য অপরাধ। এক্ষেত্রে আগাম জামিন মঞ্জুরের কোনও কারণই নেই। অবিলম্বে অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তা না হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে বোপান্না-কুমারের ডিভিশন বেঞ্চ। 

6th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ