বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সন্দেশখালির নেতাদের দলে ফেরানোর   সিদ্ধান্ত নেবে ওয়ার্কিং কমিটি: অভিষেক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার সন্দেশখালি-কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলনে কার্যত ‘সার্জিকাল স্ট্রাইক’ করল তৃণমূল! সন্দেশখালির তিনজন তৃণমূল নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত আগেই নিয়েছে তৃণমূল। তাঁদের কি এবার দলে ফেরানো হবে? শনিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এ বিষয়ে ওয়ার্কিং কমিটি সিদ্ধান্ত নেবে। ওঁদের বিরুদ্ধে পদক্ষেপ করার আগে আরেকটু যাচাই করে নিলে ভালো হতো।’ বিজেপিকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘তৃণমূলকে অপমান করতে গিয়ে বাংলার সুনাম নষ্ট করেছে বিজেপি। তাই সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’ 
গত প্রায় তিন মাস সন্দেশখালি ইস্যুতে জেরবার তৃণমূল কংগ্রেস। গরিব মানুষের জমিদখল থেকে নারী নির্যাতন—একের পর একে অপরাধে নাম জড়ায় স্থানীয় তৃণমূল নেতাদের। সরকারি শিবির খুলে জমি ফেরানোর কাজ শুরু হয়। সেই সঙ্গে নারী নির্যাতনের ঘটনায় নাম জড়ানো তৃণমূল নেতা উত্তম সর্দার, শিবপ্রসাদ হাজরা ও শেখ শাহজাহানকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তাঁদের গ্রেপ্তার করে রাজ্য পুলিস। তৃণমূল শনিবার সন্দেশখালির ১ ও ২ বিজেপির মণ্ডল সভাপতির বিস্ফোরক ভিডিওকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়ে। সাংবাদিক বৈঠকে অভিষেক বলেন, ‘তৃণমূলকে অপমান করতে গিয়ে বাংলাকে অপমান করেছে বিজেপি। ২০০০ টাকার বিনিময়ে বাংলার মায়েদের সম্মান দিল্লির কাছে বিক্রি করেছে বিজেপি। এর ফল ওদের পেতে হবে। ২০২১ সালের থেকেও খারাপ পরিণতি হবে বিজেপির। হুমকি, সিবিআই, ইডি দিয়ে বাংলায় রাজনীতি চলবে না। আমি একজন বাঙালি হয়ে বিজেপির এই চক্রান্তে লজ্জিত। তাই বাংলার আপামর মানুষকে এক হয়ে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে।’ বিজেপির টাকা দিয়ে সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখতে চাইছে বলে কটাক্ষ করে তিনি বলেন, ‘প্রতিটি বুথে ৫ হাজার টাকার মদ খরচ করেছে। তাহলে তো নির্বাচনে বিজেপির মদের বাজেটই তো ৪০ কোটিতে গিয়ে দাঁড়াবে।’ কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ভয় দেখানোর গেরুয়া রাজনীতির বিরুদ্ধে হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, ‘আমাদের দলের সবাইকে জেলে পুরে দিলেও বাংলা মাথা নত করবে না।’ 
নির্বাচনী প্রচারে সন্দেশখালিকে হাতিয়ার করে বারবার সোচ্চার হয়েছেন মোদি-শাহ। এদিন স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসার পর অভিষেকের হুঁশিয়ারি, ‘এরপর বিজেপি নেতারা  ৪৮ ঘণ্টার মধ্যে যদি ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে, তাঁদের অঙ্গুলিহেলনেই যাবতীয় ষড়যন্ত্র হয়েছে।’

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ