বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সিএএ মোদির জুমলা, আবেদন করলেই বিদেশি তকমা: মমতা

সুদীপ্ত কুণ্ডু ও অভিষেক পাল, রানাঘাট ও কল্যাণী: তিন, তিনবার ঝোলানো হয়েছে ‘নাগরিকত্বের গাজর’! আর তাতেই উদ্বাস্তুদের উজাড় করা সমর্থনে ভরেছে গেরুয়া শিবিরের ভোট বাক্স। এসেছে সংসদ সদস্য এবং এক ঝাঁক বিধায়কও। কিন্তু ভারতীয় নাগরিকত্ব? সে সহস্র যোজন দূরে। ২০২৪ সালের ভোটের মুখেও ফের একই টোপ বিজেপির। তাই মতুয়া এবং নমঃশূদ্র সম্প্রদায়কে আগেভাগে সাবধান করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে শনিবার চাকদহ এবং রানাঘাটের নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে তোপ দেগে বললেন, ‘পরপর তিনবার (২০১৪ ও ২০১৯ লোকসভা এবং ২০২১ বিধানসভা ভোট) নাগরিকত্বের টোপ ঝুলিয়ে ভোটে জিতল। জেতার পর এখন বলছে, নিঃশর্ত নয়, শর্তাধীন নাগরিকত্ব মিলবে সিএএ’র মাধ্যমে!’ এরপরই তুলে ধরেন বাস্তবসম্মত একটি প্রশ্ন। বলেন, ‘আপনারা দেশের সম্মানীয় নাগরিক। আপনার ভোটেই বিজেপির নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন, ওদের এমপি-এমএলএ হয়েছে। আমিও মুখ্যমন্ত্রী হয়েছি। ভোট দিয়ে সরকার গড়ছেন যিনি, তাঁর আবার নতুন করে নাগরিকত্ব কীসের!’ পতাকা হাতে ডঙ্কা বাজিয়ে তাতে সায় দিয়েছে মতুয়া সম্প্রদায়।
তবে এবার গেরুয়া শিবিরের টোপ একটু অন্য মোড়কে। বলা হচ্ছে— সিএএ’তে আবেদন করে ভারতীয় নাগরিক হন। তবে নিঃশর্ত নয়। ফর্মের ৩৪টি পাতা পূরণ করে সঙ্গে বাংলাদেশের নাগরিক সংক্রান্ত নির্দিষ্ট তথ্য জমা দিলেই মিলবে ‘ভারতীয়’ হওয়ার সুযোগ। এই ফাঁদে পা না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘সিএএ’তে আবেদন করলেই জুটবে বিদেশি তকমা। তখন আপনি অনুপ্রবেশকারী। প্যান কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব বাতিল হয়ে যাবে। সব অধিকার থেকে বঞ্চিত হবেন। সিএএ মোদির জুমলা, বিশ্বাস করবেন না।’
প্রথমে চাকদহ, তারপর বীরনগর। দুই সভাতেই যে পরিমাণে মতুয়া সম্প্রদায়ের মানুষ জমায়েত করেছিলেন, তাতে তিলধারণের জায়গা ছিল না। তাদের আবেগ-উচ্ছ্বাসে দৃশ্যত তৃপ্ত মমতা নিজেও। সিএএ ইস্যুতে যেমন গেরুয়া শিবিরকে তোপ দেগে এ রাজ্যে তা রূপায়ণ না করার চ্যালেঞ্জ ছুড়েছেন, তেমনই আশ্বস্ত করেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষকেও। তাঁর কথায়, ‘নিশ্চিন্তে থাকুন, এনআরসি-সিএএ এবং অভিন্ন দেওয়ানি বিধি এ রাজ্যে রূপায়ণ করতে দেব না।’

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ