বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নাভিশ্বাস তুলছে অপরিকল্পিত জিএসটি, কেন্দ্রের নীতি নিয়ে ক্ষুব্ধ বাজাজ গোষ্ঠীর এমডি

অরূপ দে, পুনে: ছোঁয়াচ এড়াতে কোভিডের সময় থেকে দু’চাকার প্রতি অতিমাত্রায় নির্ভরশীল মানুষ। কিন্তু সেই বাইক-স্কুটারের দাম লাফিয়ে বাড়ছে কেন, তা নিয়ে চোরাগোপ্তা আলোচনা চলছে দেশজুড়ে। সেই মূল্যবৃদ্ধির দায় কতটা শিল্প মহলের, আর কতটা কেন্দ্রীয় সরকারের, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর সেটাই নতুন করে উস্কে দিলেন বাজাজ গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ। সরাসরি নিশানা করলেন জিএসটিকে। এই পণ্য ও পরিষেবা কর নিয়ে শিল্প মহলের যে বিরক্তির অন্ত নেই। বারবার শিল্প সংস্থাগুলি তাদের পণ্যের উপর চাপানো জিএসটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষেরও। সেই অভিযোগ যে উড়িয়ে দেওয়ার মতো নয়, শুক্রবার তা বুঝিয়ে দিয়েছেন রাজীব বাজাজ। পুনেতে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘বাইক বা স্কুটার এখন আর বিনোদনের বস্তু নয়, বরং প্রয়োজনীয়। তারপরও সেটা কিনতে গিয়ে সাধারণ মানুষকে সর্বোচ্চ ২৮ শতাংশ হারে জিএসটি দিতে হচ্ছে। এশিয়ার অন্য দেশে এই করের হার ৮-১৪ শতাংশ।’ আগুপিছু না ভেবে জিএসটি ব্যবস্থা চালু করা নিয়ে ছোট ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই মোদি সরকারের উপর ক্ষুব্ধ। এবার বাজাজের মতো সংস্থার প্রতিক্রিয়ায় আগুনে কার্যত ঘি পড়ল। উল্লেখযোগ্য বিষয় হল, দু’চাকার বাজারের ৩০ শতাংশের কাছাকাছি এখন এই গোষ্ঠীর দখলে। সেই বাজার ধরে রাখতে ওই অনুষ্ঠানে নয়া একটি ঘোষণা করেছেন রাজীব বাজাজ। তিনি জানিয়েছেন, ১৮ জুন সিএনজি চালিত বিশ্বের প্রথম মোটরসাইকেল বাজারে আনবে তাঁদের সংস্থা, যাতে গাড়ি চালানোর খরচ কিছুটা কমে আম জনতার। কারণ, পরিকল্পনাহীন জিএসটির কোপে পড়ে দু’চাকার বাহন কিনতেই নাভিশ্বাস উঠছে মানুষের।

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ