বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মণিপুর সংঘর্ষের বর্ষপূর্তিতে মাথা মুড়িয়ে সাইকেল র‌্যালি ৭ মহিলার

ইম্ফল: ‘৩ মে ২০২৩। এই দিনটির কথা কখনওই ভুলব না জানেন।’ বলছিলেন মণিপুরের সাঁজোয়া। তাঁর মতোই আরও অনেকের স্মৃতিতে এখনও উজ্জ্বল এক বছর আগের সেই ভয়াবহ দিনের কথা। দেখতে দেখতে এক বছর পার হয়েছে। লোকসভা ভোটও মিটেছে সম্প্রতি। তা সত্ত্বেও থেকে থেকেই জ্বলে ওঠে রাজ্য। খবর আসে মৃত্যুর। আতঙ্কে দিন গুজরান মণিপুরবাসী। কারণ? ‘কখন খবর আসে পরিবারের একজন আর নেই’, আক্ষেপ স্পষ্ট সাঁজোয়ার গলায়। ‘সারা দেশে ঘুরে বেড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একবার এখানে আসতে পারলেন না!’, রয়েছে অভিমানও। 
বিজেপি নেতারা একাধিক সভায় তাঁদের বুঝিয়েছেন, সরকার চেষ্টা চালাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নজর রাখছেন। তাতেও মন মানে না। কেবল শান্তি চাই। প্রৌঢ়া তাই বলেন, ‘আগুন জ্বলতে দেখেছি। কত মানুষকে নির্বিচারে মরতে দেখেছি। আর না। এবার শান্তি ফিরুক।’ অন্যদিকে, এদিনই ফের ভাইরাল হয়েছে মণিপুরের মহিলাদের ভিডিও। গত এক বছর ধরে চলা অশান্তির আবহে শান্তির বার্তা দিতে সাত মহিলার উদ্যোগ চর্চায় উঠে এসেছে। শুক্রবার রাজ্যজুড়ে শান্তি ও ঐক্যের বার্তা দিতে মাথা ন্যাড়া করে সাত মহিলা সাইকেল র‌্যালি করলেন। কালো পোশাক পরে সেকমাই গ্রাম থেকে ইম্ফলের কাংলা পর্যন্ত ১৯ কিলোমিটার পাড়ি দেন তাঁরা। এক প্রৌঢ়া বলেন, ‘চুল কামিয়ে ফেলা প্রতীকী। ইম্ফল উপত্যকার পার্শ্ববর্তী অঞ্চলে ক্রমাগত জঙ্গিরা আক্রমণ করছে। সেদিকে সরকারের কোনও হুঁশ নেই। তাই এই প্রতীকী প্রতিবাদ। আমরা সকলে ক্লান্ত।’ -ফাইল চিত্র

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ