বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন নিয়ে ভাবা যেতে পারে, জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় অন্তর্বর্তী জামিন পেতে পারেন দিল্লির মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডির হাতে গ্রেপ্তারির পর আপাতত তিহার জেলে বন্দি তিনি। ইডির গ্রেপ্তারি বেআইনি দাবি করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। শুক্রবার সেই মামলার শুনানি চলছিল। সেই সময় বিচারপতি সঞ্জীব খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ জানায়, লোকসভা নির্বাচনের জন্য কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন দেওয়া নিয়ে ভাবনাচিন্তা করা যেতে পারে। অন্তর্বর্তী জামিনের সম্ভাবনা নিয়ে পরবর্তী শুনানির দিন ইডিকে তৈরি থাকার কথাও জানিয়েছেন বিচারপতি খান্না। তবে এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্তে না আসার জন্য সতর্কও করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। 
বিচারপতি খান্না বলেন, ‘কিছুই অনুমান করবেন না। কিছু বোঝার চেষ্টাও করবেন না। আমরা কোনও পক্ষের হয়ে কিছু বলছি না। আদালত শুধু বিষয়টি খোলা মনে দেখছে। আমরা কোনও পক্ষকেই চমক দিতে চাই না। অন্তর্বর্তী জামিন হোক বা না হোক, সম্ভাবনার জন্য তৈরি থাকতে হবে।’ এরপরই আগামী ৭ মে পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত রাখে আদালত। এর আগে গত ৩০ এপ্রিল শুনানি চলাকালীন শীর্ষ আদালত প্রশ্ন তুলেছিল, লোকসভা নির্বাচনের সময়ই কেন কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হল? এই নিয়ে ইডির জবাবও তলব করে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে অতিরিক্ত সলিসিটার জেনারেলকে উদ্দেশ করে ডিভিশন বেঞ্চ বলে, ‘জীবন এবং স্বাধীনতা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনি তা অস্বীকার করতে পারেন না।’ গত ২১ মার্চ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির বৈধতাকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে হাইকোর্ট কেজরিওয়ালের পক্ষে নির্দেশ দেয়নি। এরপরই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি।

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ