বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভোটের তিনদিন আগে হরিয়ানায় প্রচার কৃষকদের, চাপে পদ্মশিবির

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: কৃষক ইস্যুতে প্রবল অস্বস্তিতে বিজেপি সরকার। সবথেকে বেশি বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে ‘ডাবল-ইঞ্জিন’ রাজ্যেই। যেমন, হরিয়ানা। আগামী ২৫ মে লোকসভা ভোট হরিয়ানায়। সেই ভোট গ্রহণের আগে ওই রাজ্যে এবার একটানা ১৩ দিন ধরে ‘কিষান যাত্রা’র কর্মসূচি নিলেন আন্দোলনকারী কৃষকরা। জানা যাচ্ছে, আগামী ৭ থেকে ১৯ মে সারা রাজ্যজুড়েই বিজেপি বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে শামিল হবেন আন্দোলনকারী কৃষক নেতারা। ‘যারা কৃষককে দেওয়া কোনও প্রতিশ্রুতিই রক্ষা করেনি, তারা আপনার কথাও ভাববে না। কাজেই বিজেপিকে একটিও ভোট দেবেন না।’— এই মর্মে হরিয়ানার ১০টি লোকসভা আসনজুড়েই প্রচার চালাবেন বিক্ষোভরত কৃষকরা। 
শুধু তাই নয়। ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় দফায় মোদি বিরোধী কৃষক আন্দোলন শুরুর ১০০ তম দিনেও বিশেষ কর্মসূচি পালন করতে মরিয়া আন্দোলনকারীরা। আগামী ২২ মে পাঞ্জাব-হরিয়ানার সমস্ত সীমানা এলাকায় কমপক্ষে এক লক্ষ লোক জমায়েতের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে কৃষক সংগঠনগুলিকে। হরিয়ানায় ভোট গ্রহণের মাত্রই তিনদিন আগে কৃষকদের এহেন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনায় রীতিমতো সিঁদুরে মেঘই দেখছে গেরুয়া শিবির। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যকে (এমএসপি) আইনের আওতায় নিয়ে আসার দাবি তো আছেই। কিন্তু হরিয়ানায় বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকরা ফুঁসছেন আরও একটি কারণে। তা হল, বিক্ষোভরতদের দিল্লিতে প্রবেশ করতে না দেওয়া। 
সর্বভারতীয় কৃষক নেতৃত্বের প্রশ্ন, দিল্লিতে কেন তাঁদের ঢুকতে বাধা দিচ্ছে হরিয়ানা সরকার? কেন পাঞ্জাব-হরিয়ানার সীমানায় কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে? যদি তাঁরা দিল্লি ঢুকতে না পারেন, তাহলে বিজেপি নেতারাও হরিয়ানাজুড়ে প্রচার করতে পারবেন না। এমনই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই কৃষকদের তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে। ১৩ দিনব্যাপী এহেন কিষান যাত্রার ডাক দিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। এর সঙ্গেই জুড়ে যাচ্ছে কিষান মজদুর ইউনিয়ন সহ আরও বেশ কয়েকটি কৃষক সংগঠন। এরই পাশাপাশি পাঞ্জাব এবং হরিয়ানাজুড়ে ১৫ দিনেরও বেশি সময় ধরে কৃষকদের রেল-রোকো চলছেই। শুক্রবার নর্দার্ন রেল জানিয়েছে, রেল রোকোর জেরে এদিন আম্বালা-লুধিয়ানার পরিবর্তে আম্বালা-চণ্ডীগড়-লুধিয়ানা এই ঘুরপথে অন্তত ৫০টি ট্রেন চালাতে হয়েছে। 

4th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ