বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

আরও শক্তিশালী হয়ে ফিরবেন হেমন্ত সোরেন, দাবি স্ত্রী কল্পনার

রাঁচি: তির-ধনুক হাতে সমাজমাধ্যমে তাঁর একটি ছবি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ঝড় তুলেছে। ‘এক্স’ হ্যান্ডলে ছবিটি নিজেই পোস্ট করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা। বলাই বাহুল্য, অস্ত্র হাতে তাঁর আক্রমণের লক্ষ্য বিজেপি। জমি দুর্নীতি মামলায় আর্থিক তছরুপের অভিযোগে হেমন্ত এখন জেলে। সম্প্রতি, ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে তাঁর আবেদন ঝাড়খণ্ড হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন স্ত্রী কল্পনা। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র হয়ে গিরিডি বিধানসভার উপ নির্বাচনে লড়ছেন তিনি। মনোনয়ন পেশের পর থেকেই কল্পনা বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘এটা সত্যি, দুর্যোগ আছড়ে পড়লে কাপুরুষরাই ভয় পায়। কিন্তু, সাহসীরা বিভ্রান্ত হয় না। এক মুহূর্তের জন্যও বিভ্রান্ত হবেন না। প্রতিবন্ধকতাকে আলিঙ্গন করে কাঁটার মধ্যে দিয়েই চলার পথ তৈরি করতে হবে।’
সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গেও গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ চেপে রাখেননি কল্পনা। তিনি বলেছেন, ‘ঝাড়খণ্ডের মানুষ এই অত্যাচারী শক্তিকে (বিজেপি) ছুড়ে ফেলে দেবে। কিছুতেই ওদের রাজ্যের খনিজ সম্পদ লুট করতে দেবে না। রাজ্যের আদিবাসীরা কিছুতেই মাথা নত করবে না। দেখবেন, হেমন্ত সোরেন আরও শক্তিশালী হয়ে আত্মপ্রকাশ করবেন।’ কল্পনা জানিয়েছেন, ‘বিচারব্যবস্থার উপরে আমাদের পূর্ণ আস্থা রয়েছে। আমরা হেমন্তজির জামিনের অপেক্ষায় রয়েছি। উনি জেল থেকে ছাড়া পেলেই নির্বাচনী প্রচারে অংশ নেবেন।’ তাঁর ফের দাবি, হেমন্ত সোরেন সম্পূর্ণ নির্দোষ। কিন্তু, তিনি বিজেপি নেতৃত্বাধীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। ভবিষ্যতে কি আরও বড় ভূমিকায় দেখা যাবে কল্পনা সোরেনকে? দলীয় সূত্রে খবর, ভোটে জিতলে তিনি চম্পই সোরেনকে সরিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারেন। দল অন্তত সেভাবেই তাঁকে তুলে ধরার চেষ্টা করছে। 

5th     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ