বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সিবিআই তদন্তে কেন্দ্রের ভূমিকা নেই, রাজ্যের মামলায় কোর্টে সওয়াল মোদি সরকারের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজ্যের অনুমতি ছাড়া সিবিআই তদন্ত নামতে পারে কি? এই প্রশ্নের উত্তর নিশ্চিত করতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে পশ্চিমবঙ্গ সরকার। বিবাদী, কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতার বক্তব্য, সিবিআ‌ই তদন্তে কেন্দ্রের কোনও ভূমিকাই নেই। তারা স্বাধীন সংস্থা। ‘দিল্লি স্পেশাল পুলিস এস্টাবলিশমেন্ট আইন ১৯৪৬’ বলে তৈরি ‘বিধিবদ্ধ’ সংস্থা। 
রাজ্যের আইনজীবী কপিল সিবাল পাল্টা বলেন, সংসদে যখন সিবিআই সম্পর্কে প্রশ্ন আসে, তখন কে উত্তর দেয়? কেন্দ্রীয় কর্মিবর্গ মন্ত্রক। যার মন্ত্রী স্বয়ং প্রধানমন্ত্রী। আইনবলে বিধিবদ্ধ প্রতিষ্ঠান হলেও সিবিআই আদতে কেন্দ্রীয় সরকারের একটি তদন্তকারী সংস্থা। ঠিক যেমন রাজ্যের অধীনে পুলিস। তাই কোনও রাজ্যে সিবিআই তদন্তে নামার পিছনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা অগ্রাহ্য করা যায় না। রাজ্যের অনুমতি ছাড়া একবার যদি সিবিআই তদন্ত করতে শুরু করে, তাহলে ইডি’ও (এনফোর্সমেন্ট ডায়রেক্টরেটও) সেই পথ অনুসরণ করবে। যা মোটেই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় মেনে নেওয়া যায় না। 
সুপ্রিম কোর্টে তুষার মেহতার সওয়াল, সারদা, কয়লা কাণ্ড, ভোট পরবর্তী সংঘর্ষের মতো নানা মামলায় সিবিআই তদন্তে আপত্তি পশ্চিমবঙ্গের। সেই কারণেই এই মামলা। অথচ ওই মামলাগুলিই এই আবেদনে সম্পূর্ণ গোপন করা হচ্ছে। যদিও সিবাল স্পষ্ট জানিয়ে দেন, ওই মামলাগুলি বা নির্দিষ্ট কোনও ব্যক্তির বিরুদ্ধে সিবি‌আ‌ই তদন্ত আটকানো রাজ্যের উদ্দেশ্যই নয়। রাজ্যের মামলা সংবিধানের ১৩১ অনুচ্ছেদকে আশ্রয় করে। সিবিআই তদন্তের বিরুদ্ধে নয়। রাজ্যের অনমুতি ছাড়া তদন্তের বিরুদ্ধে? বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, আগামী বুধবার ৮ মে ফের শুনানি হবে।

3rd     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ