বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভোটপর্বেই কেন গ্রেপ্তার কেজরি, ইডির জবাব তলব সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ঠিক লোকসভা নির্বাচনের আগেই কেন গ্রেপ্তার করা হল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে? শুধু আম আদমি পার্টি (আপ) নয়, এ প্রশ্ন দেশের তামাম বিরোধী দলের। তার প্রতিধ্বনি এবার সুপ্রিম কোর্টেও। কেজরিওয়ালের গ্রেপ্তারির সময় নিয়ে ইডির দিকেই প্রশ্নবাণ ছুড়ে দিল বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চ। বিচারপতি খান্না সরাসরি বলেন, এই মামলায় এপর্যন্ত কোনও কিছু বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়নি। আর যদি হয়েও থাকে, তাহলে দেখান কেজরিওয়াল এবিষয়ে কীভাবে জড়িত। বলুন, কেন লোকসভা নির্বাচনের আগে তাঁকে গ্রেপ্তার করা হল? আগামী শুক্রবার (৩ মে) পরবর্তী শুনানিতে এব্যাপারে জবাব দিতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে। শুধু তা-ই নয়, এদিন ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজুর উদ্দেশে বিচারপতিদের সাফ পরামর্শ,‘জীবন এবং স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অস্বীকার করতে পারবেন না।’
লোকসভা ভোটের মুখে যে তিনি গ্রেপ্তার হতে পারেন, এই আশঙ্কা অনেক দিন ধরেই করছিলেন কেজরিওয়াল। ইডির তরফে একের পর এক নোটিস দেওয়া সত্ত্বেও তিনি গরহাজির থাকার সিদ্ধান্ত নেন। তাঁর অভিযোগ ছিল, এই নোটিসের কোনও আইনি বৈধতা নেই। রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি এই চক্রান্ত করেছে। শেষপর্যন্ত তাঁর আশঙ্কাই সত্যি হয়। ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক দিন পর, গত ২১ মার্চ আবগারি নীতি কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে দিল্লির মুখ্যমন্ত্রীর ঠিকানা তিহার জেল। গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আপ সুপ্রিমো। কেজরিওয়ালের দাবি, লোকসভা নির্বাচনে যাতে প্রচার করতে না পারেন, সেই কারণেই তড়িঘড়ি তাঁকে জেলে পোরা হয়েছে। এর জন্য স্পষ্টভাবে তিনি আঙুল তুলেছেন মোদি সরকার তথা গেরুয়া শিবিরের দিকে।
এদিন সেই আর্জির শুনানিতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিশোদিয়ার প্রসঙ্গও টানেন দুই বিচারপতি। বলেন, ‘মণীশ সিশোদিয়ার মামলায় পক্ষে-বিপক্ষে বেশ কিছু তথ্যপ্রমাণ মিলেছে। তাহলে কেজরিওয়ালের মামলাটি এখন কোথায় দাঁড়িয়ে? আমাদের জানান।’ সিশোদিয়ার জামিনের আর্জি খারিজ হয়েছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে। সেই বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন বিচারপতি খান্না। তিনিই এদিন ভোটের আগে কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে প্রশ্ন তোলায় যথেষ্ট অস্বস্তিতে গেরুয়া শিবির।
গত ৯ এপ্রিল কেজরিওয়ালের গ্রেপ্তারির সিদ্ধান্ত বহাল রেখেছিল দিল্লি হাইকোর্ট। তারপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর আবেদনের ভিত্তিতে গত ১৫ এপ্রিল শীর্ষ আদালত নোটিস পাঠায় ইডিকে। তারপর এদিনের শুনানিতেই কেন্দ্রীয় এজেন্সিকে পড়তে হল বিচারপতিদের প্রশ্নের মুখে। এতে স্বাভাবিকভাবে আশার আলো দেখছে আপ তথা বিরোধী মহাজোট ‘ইন্ডিয়া’। 

1st     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ