বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

যাত্রীবান্ধব হওয়ার লক্ষ্যে বাড়ল রেলের ইউটিএস মোবাইল অ্যাপের উৎকর্ষতা

রাজু চক্রবর্তী, কলকাতা: লোকাল ট্রেনের নিত্যযাত্রীদের জন্য সুখবর! এবার থেকে ঘরে বসেই মোবাইলে লোকাল ট্রেনের টিকিট কাটার সুযোগ পাবেন যাত্রীরা। কাউন্টারে লম্বা লাইনে তীর্থের কাকের মতো অপেক্ষায় না দাঁড়িয়ে মোবাইল থেকে টিকিট কাটতে অভ্যস্ত অসংখ্য যাত্রী। তাঁদের মধ্যে আনরিজার্ভড টিকিটিং সিস্টেম (ইউটিএস) মোবাইল অ্যাপের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু সেই অ্যাপ থেকে টিকিট বুকিং করার ক্ষেত্রে এতদিন বেশকিছু প্রযুক্তিগত প্রতিবন্ধকতা ছিল। সেই জটিলতা কাটিয়ে যাত্রীদের আরও সহজে টিকিট কাটা নিশ্চিত করতে এবার সক্রিয় হল ভারতীয় রেল। এতদিন অসংরক্ষিত এই টিকিট কাটার সময় যাত্রীর মোবাইল ফোনের ২০ কিলোমিটারের ব্যাসের মধ্যে থাকা স্টেশনে থেকে ট্রেন ধরার সুযোগ মিলত। সেক্ষেত্রে দূরত্বগত একটি সীমাবন্ধতায় আবদ্ধ হয়ে পড়েছিল রেলের এই ইউটিএস মোবাইল অ্যাপটি। এবার সেই বাধা কেটে গেল। রেলমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে যাত্রীরা চাইলে নিজের বাড়িতে বসেই ইউটিএস মোবাইল অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট বুকিং করতে পারবেন। অর্থাৎ ২০ কিলোমিটারের জটিলতা দূর হয়ে গেল। একই সঙ্গে এই অ্যাপের মাধ্যমে প্ল্যাটফর্ম টিকিট কাটার সুযোগ পান যাত্রীরা। এতদিন যাত্রীর মোবাইলের ৫ কিলোমিটার ব্যাসের মধ্যে থাকা স্টেশনের জন্য প্ল্যাটফর্ম টিকিট কাটা যেত। নতুন নিয়মে সেই বাধাও কেটে গিয়েছে। তবে টিকিট কাটার সময় কোনও যাত্রী যাতে অসাধু উপায় অবলম্বন না করতে পারে সেদিকেও নজর দিয়েছে ভারতীয় রেলবোর্ড। মন্ত্রকের যাবতীয় প্রযুক্তিগত ও কারিগরি বিষয় দেখভালের দায়িত্বে রয়েছে ক্রিস নামক সংস্থাটি। ওই সংস্থার তরফে ইউটিএস মোবাইল অ্যাপে নয়া গুণগত মান যুক্ত করা হয়েছে। যার ফলে এই অ্যাপ আরও বেশি যাত্রীবান্ধব হয়ে উঠেছে বলে দাবি রেল কর্তাদের। সংশ্লিষ্ট মহলের দাবি, প্ল্যাটফর্ম টিকিট কিংবা লোকাল ট্রেনের টিকিট কাটার ক্ষেত্রে স্টেশন কিংবা রেল ট্র্যাক থেকে যাত্রীর মোবাইলের অবস্থান ৫ মিটার করা হয়েছে। কিন্তু কেন? জবাবে এক রেল কর্তা বলেন, মোবাইল অ্যাপের এক্সটারন্যাল বাউন্ডারি (২০ কিলোমিটার) তুলে দেওয়া হয়েছে। তবে ইন্টারনাল বাউন্ডারির সীমা ৫ মিটারই রাখা হয়েছে। যাতে টিকিট কাটা নিয়ে অনিয়ম রোখা যায়। প্রসঙ্গত, গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করে অ্যানড্রয়েড কিংবা আই ফোনে এই পরিষেবা নিতে পারবেন যাত্রীরা। 

2nd     May,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ