বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

করোনা ভ্যাকসিনে প্রাণঘাতী পার্শ্বপ্রতিক্রিয়ার কথা মানল অ্যাস্ট্রাজেনেকা

নয়াদিল্লি: করোনাকালে জীবনদায়ী হিসেবে দেখা হয়েছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন কোভিশিল্ডকে। সেই ভ্যাকসিনেই রয়েছে থ্রম্বোসিস বা রক্ত জমাট বেঁধে যাওয়ার মতো প্রাণঘাতী পার্শ্বপ্রতিক্রিয়ার বীজ! এতদিন বিষয় অভিযোগ ও আশঙ্কার পর্যায়ে থাকলেও এবার খোদ ভ্যাকসিন নির্মাতা সংস্থাটিই তা স্বীকার করল। 
একটি মামলার প্রেক্ষিতে এই প্রথম ব্রিটেনের আদালতে অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে, ‘বিরলতম ক্ষেত্রে ভ্যাকসিন থেকে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমে (টিটিএস) হতে পারে।’ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমে আক্রান্তের রক্ত সহজে জমাট হয়ে যায়। প্লেটলেটও কমে যায়। বিশেষজ্ঞদের মতে, অ্যাস্ট্রাজেনেকার এই স্বীকারোক্তির গুরুত্ব অপরিসীম। এরপর ক্ষতিপূরণের মতো বিষয়গুলি সামনে চলে আসবে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন কোভিশিল্ড, ভ্যাক্সজাভেরিয়ার মতো ব্র্যান্ডে বিক্রি হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া বন্ধ ব্রিটেনে।  প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিলে জেমি স্কট অভিযোগ করেন, অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন নেওয়ার পরে তিনি স্থায়ীভাবে মস্তিষ্কের রোগে আক্রান্ত হন। সেই মামলার সূত্রেই পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে অ্যাস্ট্রাজেনেকার এই স্বীকারোক্তি। 

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ