বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

আর ফিরছেন না মোদি, মানছে বিজেপিও, কটাক্ষ কংগ্রেসের

নয়াদিল্লি: ইটের বদলে পাটকেল! শুরুটা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার তাঁকে পাল্টা জবাব দিল কংগ্রেস। বিরোধী জোটের প্রধানমন্ত্রী মুখ নিয়ে আক্রমণ করতে গিয়ে পাল্টা কটাক্ষ ধেয়ে এল বিজেপির দিকেই। মহারাষ্ট্রের জনসভা থেকে প্রধানমন্ত্রী ‘মুখ’ নিয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’কে কটাক্ষ করেছিলেন মোদি। তিনি বলেন, ক্ষমতার দখল নিয়ে ‘ইন্ডিয়া’ শিবিরের মধ্যে ‘মহাযুদ্ধ’ চলছে। তারা ‘পাঁচ বছরে পাঁচ প্রধানমন্ত্রী’-র ফর্মুলা নিয়ে এসেছে, যাঁরা শেষপর্যন্ত দেশকে লুট করবেন। সেই একই সুর বজায় রেখেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। বিহারের ঝাঁঝরপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী ‘পদপ্রার্থী’ প্রসঙ্গে বিরোধী জোটকে কটাক্ষ করেছিলেন অমিত শাহ। তিনি বলেন, এম কে স্ট্যালিন, শারদ পাওয়ার, লালুপ্রসাদ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতানেত্রীরা এক বছরের মেয়াদে প্রধানমন্ত্রী হতে সম্মত হতে পারেন। বাকি যে ক’মাস থাকবে, তাতে রাহুল বাবা (রাহুল গান্ধী) কুর্সিতে বসতে পারেন। একই সুর শোনা যায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার গলাতেও।
সোমবার নয়াদিল্লিতে সাংবাদিক সম্মেলন থেকে বিজেপি নেতৃত্বের আক্রমণের জবাব দিলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত। কটাক্ষের সুরেই তিনি বলেন, এতদিন বিজেপি ‘৪০০ পার’, ‘৪০০ পার’ করে প্রচার করছিল। কিন্তু এখন ৪০০ পার তো দূরঅস্ত। দেশের বাস্তব পরিস্থিতি বুঝে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী জোটের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে আলোচনা করছেন। নরেন্দ্র মোদি যে আর প্রধানমন্ত্রী থাকছেন না, এটা মেনে নিতে বাধ্য হয়েছে বিজেপি। তিনি আরও বলেন, ‘ইন্ডিয়া’ই পরবর্তী সরকার গড়বে। আসলে সংবিধান পরিবর্তন এবং সংরক্ষণ ব্যবস্থা তুলে দেওয়ার অশুভ চক্রান্তের অবসান ঘটাতে চাইছেন মানুষ। তাই দেশের বাস্তব পরিস্থিতি বলছে, বিজেপি আর ফিরছে না।

30th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ