বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কেজরিওয়ালের মনোবল কেউ ভাঙতে পারবে না: সুনীতা

নয়াদিল্লি: কেজরিওয়াল ‘সিংহ’। কারুর পক্ষে তাঁর মাথা নত করা বা মনোবল ভাঙা সম্ভব নয়। শনিবার পূর্ব দিল্লির আপ প্রার্থীর হয়ে রোড শোয়ে অংশ নেন কেজরিওয়াল-পত্নী সুনীতা। সেখানে তিনি বলেন, প্রায় একমাসের উপর জেলবন্দি রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং আমার স্বামী অরবিন্দ কেজরিওয়াল। এখনও পর্যন্ত কোনও আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেনি। কিন্তু তদন্ত চলার কথা বলে তাঁকে আটকে রাখা হয়েছে। সুনীতার প্রশ্ন,যদি ১০ বছর ধরে তদন্ত চলে, তবে ১০ বছর ধরেই জেলের অলিন্দে থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। এরপরই তাঁর সংযোজন, আগে দোষী সাব্যস্ত হওয়ার পর জেলে যেতে হতো। কিন্তু সরকার এখন নতুন এক ব্যবস্থা চালু করেছেন, যেখানে তদন্ত চলা অবধি জেলে রাখা হবে তাঁকে(কেজরিকে)। এটাই আসলে স্বৈরতন্ত্র। 
এখানেই শেষ নয়। সমবেত জনতাকে উদ্দেশ করে তিনি বলেন, কেজরিওয়াল স্কুল তৈরি করেছেন, বিনামূল্যে বিদ্যুতের ব্যবস্থা করেছেন, মহল্লায় মহল্লায় স্বাস্থ্যশিবির খুলেছেন। তাই তাঁকে জেলে যেতে হয়েছে। এরপরই তাঁর হুঙ্কার, আমরা একনায়কতন্ত্রের অবসান ঘটাতে এবং গণতন্ত্রকে বাঁচাতে ভোট দেবো। লোকসভা নির্বাচনের আগে এদিন প্রথমবারের মতো আপ প্রার্থীর সমর্থনে রোড শো’র নেতৃত্ব নেন 

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ