বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কেরলে ভোট কম করিয়েছে সিপিএম, অভিযোগ কংগ্রেসের

তিরুবনন্তপুরম: ভোটের হার ইচ্ছা করেই কমিয়ে দিয়েছে সিপিএম। শনিবার কেরলে এই অভিযোগে সরব হল কংগ্রেস। প্রতিষ্ঠান বিরোধী ভোট যাতে বেশি না পড়তে পারে, তার জন্যই সিপিএম এই কৌশল নিয়েছিল বলে অভিযোগ করেছে হাত শিবির। শুক্রবার ছিল সে রাজ্যের ২০টি আসনে ভোটগ্রহণ। ওইদিন রাত পর্যন্ত ৭০.২২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে কমিশন। যা গতবারের তুলনায় অন্তত ৭ শতাংশ কম (২০১৯ সালে ভোট পড়েছিল ৭৭.৮৪ শতাংশ)। ভোটের হার কম হওয়ায় এবার রাজ্যের শাসক দল সিপিএমকেই দুষল হাত শিবির। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের অভিযোগ, ‘রাজ্যের অধিকাংশ বুথে ইভিএমে ত্রুটি দেখা গিয়েছে। ফলে প্রচণ্ড গরমে ভোটাররা ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন। যেসমস্ত কেন্দ্রে ইউডিএফ তথা কংগ্রেসের সংগঠন শক্তিশালী সেখানেই ইচ্ছা করে ইভিএমে গণ্ডগোল করা হয়েছে। ভোটারদের ইচ্ছাকৃত হেনস্তা করা হয়েছে। একারণেই ভোটদানের হার এত কম।’ যদিও তাঁর বিশ্বাস এতকিছুর পরেও মানুষের রায় কংগ্রেসের পক্ষেই যাবে। 

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ