বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিজেপির আসন সংখ্যা কমেছে সাট্টা বাজারেও, দাবি প্রকাশ আম্বেদকরের

মুম্বই: আব কি বার চারশো পারের স্লোগান নিয়ে এবারের লোকসভা ভোটে নেমেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এখন সেই স্লোগানের সুর স্তিমিত। উল্টে বিরোধীরা জোর গলায় বলতে শুরু করেছেন, ২০০ পারই করতে পারবে না বিজেপি। এরইমধ্যে দলিত নেতা তথা বঞ্চিত বহুজন আঘাড়ি (ভিবিএ) প্রেসিডেন্ট প্রকাশ আম্বেদকর বড়সড় দাবি করেছেন। তিনি বলেছেন, এবার প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছে। মোদি আর ক্ষমতায় ফিরবেন না।  দেশের বিভিন্ন রাজ্যেই বিজেপি ধাক্কা খেতে চলেছে বলেই মনে করছেন দেশের সংবিধান প্রণেতা ভীমরাও আম্বেদকরের নাতি। তিনি বলেছেন, ‘বাংলার ফলাফল যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকূলেই। বিহারের জনমত বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারের বিরুদ্ধে। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রেও পরিস্থিতি বিজেপির পক্ষে ভালো নয়। আমি আগেই বলেছি, চারশোর বেশি আসনের লক্ষ্যে পৌঁছনো সম্ভব নয়। যারা প্রকৃত বিশ্লেষণ করছেন, তাঁরা কখনই বিজেপিকে দুশোর বেশি আসন দেননি। ’প্রকাশ আরও বলেছেন, সাট্টা বাজারেও বিজেপির প্রাপ্ত আসন সংখ্যা অনেকটাই কমেছে। এর থেকেই লোকসভা ভোটের ফলাফলের একটা আভাস পাওয়া যাচ্ছে।’ প্রকাশ বলেছেন, কে সরকার গঠন করবে তা এখনই বলা যাচ্ছে না।  অনেক নেতার বিরুদ্ধেই তদন্ত চলছে। তাঁরা নিজেদের পিঠ বাঁচাতে চাইবেন। ওই নেতাদের উপর নির্ভর করবে কে সরকার গঠন করবে। তবে প্রধানমন্ত্রীর মুখ পরিবর্তন হবে।  

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ