বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দিল্লির আদালতে আবেদন খারিজ, প্রার্থী পদ নিয়ে সংশয়ে ব্রিজভূষণ

নয়াদিল্লি: যৌন হেনস্তার মামলায় দিল্লির আদালতে স্বস্তি পেলেন না বিজেপির সাংসদ ব্রিজভূষণ সিং। জাতীয় কুস্তি ফেডারেশন (ডব্লুএফআই) প্রাক্তন সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছেন মহিলা কুস্তিগীররা। সংশ্লিষ্ট মামলায় আরও তদন্তের আর্জি জানিয়েছিলেন ব্রিজভূষণ। তাঁর দাবি, একটি ক্ষেত্রে যে সময়ের কথা বলা হয়েছে তখন তিনি দেশের বাইরে ছিলেন। তাই, ওই ঘটনায় ডব্লুএফআই-এর অফিসে যৌন হেনস্তার অভিযোগ খাটে না। কিন্তু, দিল্লির আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে। এই মামলার জেরেই ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠনের আইনি প্রক্রিয়া স্থগিত রেখেছিল রাউস অ্যাভিনিউ কোর্ট। সেটি খারিজ হওয়ায় আর কোনও সমস্যা থাকল না। জানা গিয়েছে, আগামী ৭ মে সংশ্লিষ্ট মামলায় চার্জ গঠনের আদেশ দেবেন রাউস অ্যাভিনিউ কোর্টের অতিরিক্ত চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট (এসিএমএম) প্রিয়াঙ্কা রাজপুত। 
এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে প্রার্থী পদ নিয়ে প্রবল সমস্যায় পড়ে গেলেন ব্রিজভূষণ। তিনি উত্তরপ্রদেশের কাইজারগঞ্জ  কেন্দ্রের বিদায়ী সাংসদ। সেখানে ভোটগ্রহণ হবে আগামী ২০ মে— পঞ্চম দফায়। এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলই সেখানে প্রার্থীর নাম ঘোষণা করেনি। ব্রিজভূষণকে টিকিট দেওয়ার বিষয়টি নির্ভর করছিল আদালতের নির্দেশের উপরে। এদিন তাঁর আবেদন খারিজ হওয়ায় বিষয়টি নিয়ে যে সমস্যা আরও বাড়ল, তা বলাই বাহুল্য। 

28th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ