বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মণিপুরে দুষ্কৃতী হামলায় নিহত দুই সিআরপিএফ জওয়ান, জখম ২

ইম্ফল, ২৭ এপ্রিল: ফের অশান্ত মণিপুর। তার আঁচে শহিদ হলেন দুই সিআরপিএফ জওয়ান। ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল উত্তর-পূর্বের রাজ্যটি। গতকাল, শুক্রবারই ভোট ছিল মণিপুরের একটি আসনে। ভোট মিটতেই আজ, শনিবার কাকভোরে মণিপুরের বিষ্ণুপুর জেলার পাহাড়ি এলাকা নারানসেনাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ফাঁড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। পুলিস সূত্রে খবর, ওই দুষ্কৃতীরা কুকি সম্প্রদায়ভুক্ত। তাদের কাছে ছিল প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা। সূত্রের খবর, ওই ফাঁড়িতে ভোটের ডিউটি শেষ করে বিশ্রাম করছিলেন জওয়ানরা। তখনই অতর্কিতে হামলা চালায় কুকি সম্প্রদায়ভুক্ত দুষ্কৃতীরা। ফাঁড়ি লক্ষ্য করে গুলি চালায়, এমনকী বোমাও ছোড়া হয় বলে খবর। পাল্টা প্রত্যাঘাত করে সিআরপিএফের জওয়ানরা। তারপরেই এলাকা ছেড়ে পালায় ওই দুষ্কৃতীরা। যদিও ওই দুষ্কৃতী হামলায় গুরুতর জখম হন চার জওয়ান। তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় দু’জনের। সিআরপিএফ-তরফ থেকে জানানো হয়েছে, নিহত ওই দুই জওয়ানের মধ্যে একজন হলেন, সিআরপিএফের সাব ইন্সপেক্টর এন সরকার। অন্যজন হেড কনস্টেবল অরূপ সাইনি। তিনি বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা। পাশাপাশি, গুরুতর জখম দুই জওয়ান হলেন, ইন্সপেক্টর যাদব দাস ও কনস্টেবল আফতাব দাস। কুকি সম্প্রদায়ের এই হামলার জেরে বাড়তি সতর্কতা জারি হয়েছে মণিপুরের বিষ্ণুপুর জেলায়। হামলাকারী দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

27th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ