বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পিত্রোদার ‘উত্তরাধিকার ট্যাক্স’ মন্তব্যই হাতিয়ার, মোদির তাস সেই ধর্মীয় বিভাজন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবিভক্ত মধ্যপ্রদেশের সরগুজা জেলা একসময় কেমন ছিল? বিভিন্ন গ্রামে গোরুর গাড়িও চালু করতে দেওয়া হতো না। কেন? কারণ, গোরুর গাড়ি চালু হয়ে গেলে গ্রাম থেকে বাস রাস্তা পর্যন্ত মালবহনের জন্য সকলে গোরুর গাড়িই ব্যবহার করবে। গ্রামবাসীদের মধ্যে যারা মাথায় বিপুল পণ্য বহন করে হাইওয়েতে এসে বাস রাস্তায় পৌঁছে দেওয়ার কাজ করে, তাদের কাজ থাকবে না। তাই এই বিরোধিতা। এহেন দারিদ্র্যপীড়িত সরগুজা জেলার ভাগ্য  ছত্তিশগড় নামক নতুন রাজ্য গঠনের পরও বিশেষ বদলায়নি অনেক বছর। কিছু উন্নয়নের আঁচ লাগলেও এখনও দেশের অন্যতম অনগ্রসর ও দরিদ্র জেলা হিসেবেই বিবেচনা করা হয় সরগুজাকে। দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যা এই জেলায় ১৪ লক্ষের বেশি।  এহেন সরগুজা লোকসভা কেন্দ্রে প্রচার করতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবিকল সেইসব ইস্যুতেই আটকে রইলেন, যা তিনি রবিবার থেকে বলতে শুরু করেছেন। অর্থাৎ ধর্মীয় বিভাজনের রাজনীতি। কংগ্রেস সহ বিরোধীরা যে অভিযোগ করে চলেছে অবিরত। বুধবার মোদি অম্বিকাপুর থেকে সরগুজা সর্বত্রই বলেন, দেশবাসীর থেকে সম্পদ কেড়ে নিয়ে সংখ্যালঘুদের মধ্যে বণ্টন করে দেবে কংগ্রেস। একইসঙ্গে এদিন থেকেই মোদি ও বিজেপির নতুন কংগ্রেস বিরোধিতার অস্ত্র হল, উত্তরাধিকার ট্যাক্স নিয়ে আতঙ্ক তৈরি করা। মোদি বলেছেন, দেশবাসীর সম্পদ তো ব঩টেই, মায়েদের মঙ্গলসূত্র, সোনাদানা কেড়ে নেবে কংগ্রেস। বিলিয়ে দেওয়া হবে কাদের জানেন তো? অনুপ্রবেশকারীদের। প্রসঙ্গত, প্রয়াত রাজীব গান্ধীর ঘনিষ্ঠ পরামর্শদাতা অন্যতম থিংক ট্যাঙ্ক বিদেশবাসী স্যাম পিত্রোদার প্রস্তাব হল, উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পদ পাওয়া ধনীদের কিছু সম্পদের উপর ট্যাক্স আরোপ করা। সেই প্রস্তাবকে কংগ্রেস বলেছে তাদের দলের সঙ্গে সম্পর্ক নেই। এরকম ইস্তাহারেও বলা নেই। যদিও কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, এই উত্তরাধিকার ট্যাক্সের কথা অটলবিহারী বাজপেয়ির আমলে বিজেপির ইস্তাহারে ছিল। ১৯৯৬ ও ১৯৯৯ সালের বিজেপি ইস্তাহারে সম্পদ বণ্টনের কথা ছিল। আবার একইভাবে মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী জয়ন্ত সিনহাও এই মর্মেই প্রস্তাব রেখেছিলেন। জয়রাম রমেশ বলেছেন, তাহলে কি মোদি বাজপেয়িকেও মনে করেন দেশের মহিলাদের মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্রকারী?
এদিকে মোদি আরও আক্রমণ করে বলেন, কংগ্রেস এলে সংরক্ষণ ছিনিয়ে নেবে। সব সংরক্ষণ মুসলিমদের দেওয়া হবে। গরিব সরগুজার উত্তরণ নিয়ে মোদি কী বললেন? শুধু বললেন, সরগুজায় আজ ট্রেন এসেছে এবং প্লেন এসেছে! তাঁর কথায়, 
এই তো উন্নয়ন! অতএব বিজেপিকে ভোট দিন। 

25th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ