বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

অরুণাচলের আটটি বুথে ফের ভোট, শান্তিতেই পুনর্নির্বাচন মিটল ইনার মণিপুরে
 

নয়াদিল্লি: ইভিএম নষ্ট এবং হিংসার অভিযোগে অরুণাচল প্রদেশের ৮টি বুথে পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত এই বুথগুলিতে ভোট গ্রহণ হবে। ১৯ এপ্রিল অরুণাচল প্রদেশে একইসঙ্গে লোকসভা এবং বিধানসভা ভোট গ্রহণ করা হয়। বেশ কয়েকটি কেন্দ্রে হিংসা এবং বুথ দখলের অভিযোগ ওঠে। রবিবার ডেপুটি চিফ ইলেক্টোরাল অফিসার লিকেন কোয়ু জানান, আটটি বুথের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। কেন্দ্রগুলি হল— বেমাং বিধানসভার সারিও, নিয়াপিনের লংটে লোথ, নাচো বিধানসভার দিংসার, বোগিয়া সিয়ুম, জিম বাড়ি এবং লেঙ্গি। এছাড়াও রুমগং বিধানসভার বোগনে এবং মোলোম কেন্দ্রেও নতুন করে ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য, অরুণাচল প্রদেশের ৬০ টি আসনের মধ্যে ১০টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি। ৫০ আসনের জন্য ভোট গ্রহণ হয় ১৯ এপ্রিল। এদিকে, ইনার মণিপুরের ১১টি বুথে বিকেল ৩টে পর্যন্ত ৭৩.০৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে। ১৯ এপ্রিল ইনার মণিপুরে ভোট নেওয়া হয়। তবে বুথ দখল, ব্যাপক হিংসার অভিযোগ করে এই কেন্দ্রের ১১টি বুথে পুনর্নির্বাচনের দাবি করে কংগ্রেস। শনিবার রাতে কমিশনের পক্ষ থেকে ১১টি বুথের ভোটগ্রহণ অবৈধ জানিয়ে তা পুনরায় নেওয়ার কথা ঘোষণা করা হয়। সোমবার সকাল থেকেই ভোটদাতাদের দীর্ঘ লাইন চোখে পড়ে। এদিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

23rd     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ