বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ইস্তাহারে ‘মাস্টারস্ট্রোক’ মমতার: ‘ইন্ডিয়া’ জোটের সরকার হলে জবকার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে ঢুকবে বাড়তি ৩০ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘১০০ দিনের কাজ’ নিয়ে দলের নির্বাচনী ইস্তাহারে ‘মাস্টারস্ট্রোক’ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পর বিজেপিকে সরিয়ে ‘ইন্ডিয়া’ মহাজোটই ক্ষমতায় আসবে বলে মঙ্গলবার দাবি করেন মমতা। সেই সরকারের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁর দলের অগ্রণী ভুমিকা থাকবে বলেও জানান তিনি। এই আবহে তৃণমূলের ইস্তাহারে শীর্ষেই রয়েছে ‘মনরেগা’ বা ‘১০০ দিনের কাজ’ নিয়ে পরিকল্পনার কথা। সারা ভারতে ‘মনরেগা’য় দৈনিক ৪০০ টাকা ন্যূনতম মজুরির গ্যারান্টি দিচ্ছে ঘাসফুল শিবির।  শুধু তাই নয়, প্রত্যেক জবকার্ড হোল্ডারের বাস্তবিকই ১০০ দিনের কাজ নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে ইস্তাহারে। সেক্ষেত্রে ফলে ২৫ থেকে ৩০ হাজার টাকা অতিরিক্ত ঢুকবে বাংলার প্রায় দেড় লক্ষ জবকার্ড হোল্ডারের  ব্যাঙ্ক অ্যাকাউন্টে। 
মোদি সরকারের আমলে একজন জবকার্ড হোল্ডার গড়ে মাত্র ৪০ থেকে ৪৫ দিন কাজ পেয়েছেন। রাজ্য পঞ্চায়েত দপ্তরের তথ্যও একই কথা বলছে। ২০২০-২১ অর্থবর্ষেই শেষবার টানা এক বছর মনরেগার কাজ হয়েছিল রাজ্যে। দু’-একটি জেলায় ৬০ দিন, বেশিরভাগ অংশে গড়ে ৪৫ দিন করে কাজ পেয়েছিলেন বাংলার জবকার্ড হোল্ডাররা।  রাজ্যের এক কর্তা জানান, সম্প্রতি পশ্চিমবঙ্গের জবকার্ড হোল্ডারদের ন্যূনতম মজুরি বাড়িয়ে ২৫০ টাকা করেছে কেন্দ্র। কিন্তু প্রকল্পের টাকা তিনটি অর্থবর্ষ ধরে আটকে রাখায় বর্ধিত মজুরির কোনও লাভ পাননি বাংলার মানুষ।  তাঁরা ২৩৭ টাকা মজুরিতে কাজ করে বছরে হাতে পেতেন ১১ থেকে ১৫ হাজার টাকা। দিল্লিতে ক্ষমতার পালাবদল হলে যা একলাফে বেড়ে ৪০ হাজার টাকায় পৌঁছবে।
এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য, ‘২০২১-এর নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রেখেছেন আমাদের নেত্রী। এবারও সেটাই হবে। মানুষের পাশে থাকাই বাংলা তথা সারা দেশের কাছে তাঁকে আরও জনপ্রিয় করে তুলেছে।’ প্রসঙ্গত, কিছুদিন আগে কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, উত্তর প্রদেশে ‘মনরেগা’র কাজে মজুরি মেলে ২৩৭ টাকা করে। যা ৪০০ টাকা হলে সর্বাধিক মজুরি বৃদ্ধি হবে (১৬৩ টাকা) যোগীরাজ্যেই। 

18th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ