বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

রামনবমীতে কেনাকাটা করার টাকা নেই মানুষের হাতে, খোঁচা প্রিয়াঙ্কার

সাহারানপুর: নরেন্দ্র মোদি সব সময় ‘আচ্ছে দিন’-এর কথা বলেন। কিন্তু, বাস্তব চিত্র অন্য কথাই বলছে। সাহারানপুরে দলীয় প্রার্থী ইমরান মাসুদের হয়ে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, ‘দেশের মানুষ সরকারের কাছ থেকে ইতিবাচক পরিবর্তন আশা করেছিলেন। কিন্তু, গত ১০ বছরে তাঁদের সেই ইচ্ছাপূরণ হয়নি। সাধারণ মানুষ বা মহিলাদের কোনও উন্নতি হয়নি। রামনবমীতে যে মানুষ কিছু কেনাকাটা করবে, সেই টাকাও তাঁদের হাতে নেই।’ এই ইস্যুতে মোদি সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি প্রিয়াঙ্কা। তাঁর দাবি, ‘বেকারত্ব ও মুদ্রাস্ফীতি দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সেই কারণেই গত ১০ বছরে প্রধানমন্ত্রী দেশবাসীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।’ প্রিয়াঙ্কার আশা, সরকারের সার্বিক ব্যর্থতার কারণেই এবারের নির্বাচনে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ খুবই ভালো ফল করবে। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনিয়ার দুই সন্তান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা হিমাচলপ্রদেশের মান্ডি আসনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি বলেছেন, ‘রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাজনীতির পক্ষে একেবারেই উপযুক্ত নন। রাহুল  মায়ের উচ্চাকাঙ্ক্ষার শিকার। রাজনীতিতে থাকার জন্য দুই ভাইবোনকে মায়ের নির্যাতনের শিকার হতে হচ্ছে।’ কঙ্গনার বক্তব্য নিয়ে প্রিয়াঙ্কা অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। তিনি জানিয়েছেন, ‘এমন বোকা কথা নিয়ে আমি কিছু বলতে চাই না।’

18th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ