বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

মোদি-যোগীকে জড়িয়ে দলীয় সাংসদের বিতর্কিত মন্তব্যে প্রবল অস্বস্তিতে বিজেপি

নয়ডা: ‘যাঁরা মনে করেন মোদি ও যোগীর থেকেও বড় কেউ আছেন, তাঁরা বিশ্বাসঘাতক’— দলীয় প্রার্থীর এই বিতর্কিত মন্তব্যে প্রবল অস্বস্তিতে বিজেপি। বুধবার নির্বাচনী প্রচারে গিয়ে এই মন্তব্য করেছেন নয়ডা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ মহেশ শর্মা। তিনি বলেছেন, ‘যাঁরা মোদী ও যোগীকে আপন বলে মনে করেন না, তারা বাবাকেও আপন মনে করেন না। কেউ যদি বিশ্বাস করেন, মোদী ও যোগীর চেয়েও বড় কেউ আছেন, তাহলে তারা বিশ্বাসঘাতক।’ তাঁর এই বক্তব্যের ভিডিও ক্লিপ ‘এক্স’ হ্যান্ডলে আপলোড করা হয়। নিমেষে তা ভাইরাল হয়। এক ‘এক্স’ হ্যান্ডল ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে নির্বাচন কমিশনকে ট্যাগ করেছেন। প্রশ্ন তুলেছেন, নির্বাচনের প্রচারে কী এই ধরনের মন্তব্য করা যায়? নেটিজেনদের তরফেও মহেশের মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, বুলন্দশহরের বাসিন্দাদের উদ্দেশ্যেই এমন মন্তব্য করেছেন মহেশ। কারণ, তাঁরা গেরুয়া শিবিরের প্রতি ‘খুশি’ নন। অভিজিৎ নামে একজন প্রশ্ন করেছেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অবশ্যই শ্রদ্ধা করি। কিন্তু, তাই বলে তাঁরা কখনই আমার বাবার জায়গা নিতে পারবেন না।’ 

18th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ