বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দেড়শোর গণ্ডি পেরবে না বিজেপি, রাহুলকে পাশে বসিয়ে বললেন অখিলেশ

লখনউ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে সাংবাদিক বৈঠক করলেন সমাজবাদি পার্টি নেতা অখিলেশ যাদব ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজকের বৈঠকে আসন্ন নির্বাচনের সুর বেঁধে দিলেন দুই নেতা। যোগীরাজ্যে লোকসভায় জোট করে লড়তে নামছে সপা ও কংগ্রেস। আসন ভাগাভাগিও চুড়ান্ত বলেই খবর। গতকাল গাজিয়াবাদের কংগ্রেস প্রার্থী ডলি শর্মার হয়ে একসঙ্গে প্রচারও করেন দুই নেতা। আজকে সাংবাদিক বৈঠক থেকে ইন্ডিয়া ব্লকের এই দুই শীর্ষস্থানীয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একযোগে নিশানা করেন। তাঁকে দুর্নীতির চ্যাম্পিয়ন বলে অভিহীত করেন ওয়েনাড়ের কংগ্রেস প্রার্থী। পাশাপাশি গান্ধী পরিবারের চিরাচরিত আসন আমেঠি থেকে এবারে লড়ার বিষয়েও আজ ইঙ্গিত দেন রাহুল। বলেন, পার্টি যেই দায়িত্ব দেবে, তা অবশ্যই পালন করব। আমেঠি থেকে কংগ্রেস প্রার্থী কে হবেন, তা নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। গতবার স্মৃতি ইরানির কাছে হেরে যাওয়ায় আদেও রাহুল এবারে আমেঠি থেকে প্রার্থী হবেন কিনা তা নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে। তবে রাহুলের আজকের বক্তব্য সেই জল্পনা জিইয়ে রাখল। অন্যদিকে অখিলেশ যাদবের দাবি, নরেন্দ্র মোদি এতদিন যা যা প্রতিশ্রুতি দিয়েছেন তার কোনওটাই পূরণ হয়নি। নির্বাচনী বন্ড বিজেপির সব রহস্য ফাঁস করে দিয়েছে।  ইন্ডিয়া ব্লকের পক্ষে জনসমর্থনের একটি জোরালো স্রোত বইছে। তাই বিজেপি এবার ১৫০ আসনের গণ্ডি পেরোতে পারবে না। রাহুল গান্ধীও অখিলেশকে সমর্থন করে বলেন, আমার আগে মনে হচ্ছিল বিজেপি হয়তো ১৮০ টি আসন পেতে পারে। কিন্তু এখন মনে হয় তারা ১৫০টি আসনও পেরোবে না।

17th     April,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ