বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

২০০ কোটি দান, সন্ন্যাস নিতে চলেছেন ধনকুবের দম্পতি

সুরাত:  দু’বছর আগে তাঁদের সন্তানরা সন্ন্যাস গ্রহণ করেছিল। এবার একই পথের পথিক হলেন গুজরাতের ধনকুবের দম্পতি।  বিশাল সম্পত্তি, প্রতিপত্তি, ব্যবসা— সবকিছুর মায়া কাটিয়ে সন্ন্যাস ধর্মপালন করবেন ভবেশ ভাণ্ডারী ও তাঁর স্ত্রী। এজন্য গত ফেব্রুয়ারিতেই নিজেদের সঞ্চিত ২০০ কোটি টাকা দান করেছেন হিম্মতনগরের জৈন ধর্মাবলম্বী ভাণ্ডারী দম্পতি। নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত ছিল ভাণ্ডারী পরিবার। ২০২২ সালে তাঁদের ১৯ বছর বয়সি মেয়ে ও ১৬ বছর বয়সি ছেলে সন্ন্যাস গ্রহণ করে। এবার ভবেশ ও তাঁর স্ত্রীও সাংসারিক বন্ধন ছিন্ন করতে চলেছেন। এ মাসের ২২ এপ্রিল এক অনুষ্ঠানের মাধ্যমে যাবতীয় বৈষয়িক মায়া কাটিয়ে সন্ন্যাস নেবেন তাঁরা। আর তারপর নিজেদের সঙ্গে রাখতে পারবেন না কোনও ভোগবস্তু। ভিক্ষা করেই জীবনধারণ করতে হবে তাঁদের। একটি সাদা পোশাক পরে পায়ে হেঁটে ভারত ভ্রমণ করবেন দম্পতি। সঙ্গে থাকবে একটি ভিক্ষাপাত্র ও সাদা ঝাড়ু (রাজহরণ)। জৈন সন্ন্যাসীরা বসার আগে যে কোনও জায়গা পরিষ্কার করে নেন, যাতে তাঁদের কারণে কোনও ক্ষুদ্র প্রাণীরও মৃত্যু না হয়। এভাবেই কঠোর অহিংসার পথ অবলম্বন করেন তাঁরা। প্রচুর সম্পত্তির মালিক ভাণ্ডারি দম্পতির এই সিদ্ধান্ত অবাক করেছে অনেককে। যদিও এর আগেও গুজরাতের একাধিক ব্যবসায়ী সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। 

16th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ