বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

জনবিন্যাস বদলাতে অনুপ্রবেশের ছক মণিপুরে: অমিত শাহ

ইম্ফল: মণিপুরে জাতিদাঙ্গা শুরু হওয়ার পর একবারের জন্যও সে রাজ্যে পা দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে লোকসভা নির্বাচনের প্রচারে মণিপুরে পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, ‘মণিপুরের জনবিন্যাস বদলানোর জন্য অনুপ্রবেশের চেষ্টা চালানো হচ্ছে।’ তাঁর আরও দাবি, ‘মণিপুরকে ভাঙার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা মণিপুরকে ভাঙতে দেব না।’ সোমবার মণিপুরের রাজধানী ইম্ফলে নির্বাচনী সভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে ইনার মণিপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেন তিনি। ওই সভায় বক্তৃতা দেওয়ার সময় শাহ আশ্বাস দেন, ‘সব জাতিকে একসঙ্গে করে ও মণিপুরকে না ভেঙে শান্তি ফেরানোই মোদি সরকারের লক্ষ্য।’
গত বছরের মে মাসে মণিপুরে জাতিদাঙ্গা শুরু হয়। মেইতেই ও কুকিদের মধ্যে সংঘর্ষে এখনও পর্যন্ত উত্তর-পূর্বের ওই রাজ্যে অন্তত ২১৯ জনের মৃত্যু হয়েছে।  বহু মানুষ এখনও নিখোঁজ। গত শনিবারই কুকি-মেইতেই সংঘর্ষে প্রাণ গিয়েছে দু’জনের। তার আগেও বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ  স্বরাষ্ট্র মন্ত্রকের। 
এই আবহে শাহের বক্তব্য, ‘আপনারা হয়তো জানেন না। মুখ্যমন্ত্রী বীরেন সিং প্রধানমন্ত্রীর মোদির কাছে দাবি করেছিলেন যে, ইনার-লাইন পারমিট ছাড়া মণিপুরকে এক রাখা যাবে না। কেন্দ্রীয় সরকার ইনার-লাইন পারমিট চালু করে মণিপুরকে শক্তিশালী করেছে।’ মণিপুর ও উত্তর-পূর্ব ভারতের ভাগ্য বদলালে দেশের ভাগ্যও বদলে যাবে বলেও সভায় দাবি করেন শাহ।

16th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ