বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সংবিধান বদলের চেষ্টা করলে মানুষ চোখ উপড়ে নেবে, হুঁশিয়ারি লালুর

পাটনা: লোকসভা ভোটের মুখে একাধিক বিজেপি নেতার গলায় শোনা গিয়েছে সংবিধানে বদলের কথা। এই নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। এরইমধ্যে এব্যাপারে গেরুয়া শিবিরকে সতর্ক করে দিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। সোমবার তিনি বলেন, ‘সংবিধান বদলের চেষ্টা যিনি করবেন, জনতা তাঁর চোখ উপড়ে নেবে। কারণ এই সংবিধান এলিতেলি কোনও বাবা তৈরি করেননি। এটি তৈরি করেছেন বাবাসাহেব আম্বেদকর।’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভোটে হেরে যাবে বিজেপি। সেই আশঙ্কা থেকেই তারা ৪০০ আসন পার করার কথা বারবার বলছে। প্রবীণ এই রাজনীতিক বলেন, ‘বিজেপি এখন ভয় পেয়েছে। তারা হাবেভাবে পরাজয় স্বীকার করে নিয়েছে।’ 
লালুপ্রসাদ বলেন, ‘সংবিধান বদলের কথা বললে দেশের জনগন ক্ষমা করবে না। সংবিধানের বদল তারা মেনে নেবে না। সংবিধান বদল করার অর্থ গণতন্ত্রের উপর আঘাত হানা। গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রের দিকে দেশ নিয়ে যাওয়ার জন্য এসব বলা হচ্ছে।’ উল্লেখ্য, রবিবার মোদির বিরুদ্ধে গণতন্ত্রকে ধ্বংস করার অভিযোগ এনেছিলেন এনসিপি নেতা শারদ পাওয়ার। মোদিকে স্বৈরাচারীও বলেছিলেন তিনি। এবার কারও নাম না করে একই অভিযোগ করলেন লালুপ্রসাদ যাদব। তবে তাঁর বক্তব্যের লক্ষ্য যে নরেন্দ্র মোদি, তা বুঝতে অসুবিধা হয় না। 
অতীতেও সংবিধানে বদলের কথা বলেছিল বিজেপি। তবে তারা সফল হয়নি বলে আরজেডি সুপ্রিমো জানিয়েছেন। লালুপ্রসাদের কথায়, ‘লোকসভা ভোটে যখন বিজেপি জিততেই পারবে না, তখন সংবিধান বদলের প্রশ্নই ওঠে না। আরএসএস প্রধান মোহন ভাগবত যখন সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, তখন মানুষ তা গ্রহণ করেনি। এবারও এমনটাই ঘটবে।  বিজেপির এটা মনে রাখা উচিত।’ 

16th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ