বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সূর্যই আস্ত গিলে খাবে পৃথিবীকে, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

নয়াদিল্লি: ধীরে ধীরে নিজের শক্তি ও জ্বালানি হারিয়ে ফেলবে সূর্য। কমবে আলো। শেষমেষ এক সাদা বামন দৈত্যের (হোয়াইট ডোয়ার্ফ) আকার ধারণ করবে সূর্য। শেষের সেদিন হবে অত্যন্ত ভয়ঙ্কর। ‘মৃত্যু’র আগে পৃথিবীকে আস্ত গিলে খাবে সূর্য। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে হাড়হিম করা এই তথ্য। জানা গিয়েছে, সব তারার মতো সূর্যের জীবনও সীমিত। মৃত্যুকালে বিপুল মহাকর্ষীয় বলের অধিকারী হয়ে উঠবে সূর্য। নিজের এই শক্তি দিয়ে পৃথিবী সহ সৌরজগতের সমস্ত বস্তুকে নিজের পেটে টেনে নেবে এই বিশালাকার তারা। একে অপরের সঙ্গে ধাক্কা লাগার ফলে সবকিছু ধুলোয় পরিণত হবে। এই মুহূর্তে অবশ্য এনিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। ওই ধ্বংসলীলা দেখার জন্য ততদিন কেউ বেঁচে থাকবেন। ততদিনে কালের নিয়মেই প্রাণ নিশ্চিহ্ন হয়ে যাবে এ বিশ্বে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পৃথিবীর এই অন্তিম পরিণতির জন্য কমপক্ষে আরও ৬০০ কোটি বছর অপেক্ষা করতে হবে। 
সম্প্রতি মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটি নামক জার্নালে প্রকাশিত হয়েছে এসংক্রান্ত রিপোর্ট। গবেষণার অন্যতম সদস্য ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক বরিস গেনসিক। দীর্ঘ ১৭ বছর ধরে তিনটি হোয়াইট ডোয়ার্ফ নিয়ে বিস্তর পরীক্ষা-নিরীক্ষা করেন তাঁরা। তার ভিত্তিতেই এই ভবিষ্যদ্বাণী। গেনসিকের কথায়, ‘হোয়াইট ডোয়ার্ফ হওয়ার আগে ক্রমেই কলেবর বাড়বে সূর্যের। এভাবে বাড়তে বাড়তে পৃথিবীও তার নাগালে চলে আসবে।’ এই পরিস্থিতিতে বাকি সৌরজগতের কী হবে? এবিষয় গেনসিকের বক্তব্য, ‘মঙ্গল ও বৃহস্পতির মাঝে থাকা গ্রহাণু নিজের জায়গা থেকে সরে মৃতপ্রায় দৈত্যাকার সূর্যের খুব কাছে চলে আসতে পারে। কাছে আসার পরেই সেগুলি আস্তে আস্তে টুকরো টুকরো হয়ে যাবে। একই পরিণতির সম্মুখীন হতে পারে বৃহস্পতির কয়েকটি চাঁদও।’

12th     April,   2024
 
 
অক্ষয় তৃতীয়া ১৪৩১
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ