বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নির্দল এমপি নবনীতকে প্রার্থী করল বিজেপি

মুম্বই: গত লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন নবনীত রানা। জিতে সাংসদও হয়েছিলেন তিনি। এবার তাঁকেই মহারাষ্ট্রের অমরাবতী কেন্দ্র থেকে টিকিট দিল বিজেপি। সেনা আধিকারিকের মেয়ে নবনীত কেরিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। তারপর দক্ষিণী ইন্ডাস্ট্রিতে একাধিক ছবিও করেছেন। বিজেপি নেতা রবি রানার সঙ্গে বিয়ের পরর ২০১৪ সালে এনসিপির টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন নবনীত। অমরাবতী কেন্দ্র থেকে সে বার পরাজিত হন তিনি। পরবর্তীতে ২০১৯ সালে নির্দল হিসেবে ফের ভোটে দাঁড়ান তিনি। কংগ্রেস, এনসিপির সমর্থনে সেবার শিবসেনা প্রার্থী আনন্দরাও আদসুলকে পরাজিত করেন তিনি। ২০২১ সালে ভুয়ো জাতি শংসাপত্র জমা দেওয়ায় তাঁকে দু’লক্ষ টাকার জরিমানা করে বম্বে হাইকোর্ট। আবার, ২০২২ সালে নবনীত ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিস। ফেব্রুয়ারিতে ভুয়ো জাতি সংশাপত্র মামলার শুনানি শেষ হয়েছে সুপ্রিম কোর্টে। আগামী সপ্তাহে ওই মামলার রায় হতে পারে। তার আগেই বুধবার বিজেপিতে যোগ দেন নবনীত। এরপরই বিজেপির তরফে অমরাবতীর প্রার্থী হিসেবে ঘোষিত হয় তাঁর নাম। সম্ভবত আগামী ৪ এপ্রিল মনোনয়নপত্র জমা দেবেন তিনি। -ফাইল চিত্র

29th     March,   2024
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ