বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কারও গলায় জীবন ফিরে পাওয়ার বিস্ময়,
কেউ সহযাত্রীকে বাঁচাতে না পারায় মর্মাহত
‘কী ভাবে বেঁচে গেলাম জানি না’

পিনাকী ধোলে, বাহানাগা: কেউ বলছেন, ‘কীভাবে বেঁচে গেলাম নিজেও বুঝতে পারছি না। লাশের উপর দিয়ে হেঁটে কামরা থেকে বেরলাম।’ আবার কারও আফসোস, ‘আর্তনাদ শুনে ছুটে গিয়েছিলাম। কিন্তু বাঁচাতে পারলাম না। আমার কোলেই মারা গেল শিশুটা।’ শুক্রবার দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসে থাকা জীবিতরা এবং যাঁরা উদ্ধারকাজ চালিয়েছেন, তাঁদের প্রত্যেকেই যন্ত্রণার স্মৃতি ভুলতে পারছেন না। লাশের পাহাড় দেখে রাতের ঘুম উড়ে গিয়েছে জীবিতদের। 
পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা ফরজ মল্লিক(৫২)। কেরলে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করেন। ছুটিতে বাড়ি এসেছিলেন। শুক্রবার কর্মস্থলে যাওয়ার জন্য শালিমার থেকে উঠেছিলেন করমণ্ডল এক্সপ্রেসের ‘চালু ডাব্বা’য়। দুর্ঘটনায় সেই কামরা দুমড়ে মুচড়ে তালগোল পাকিয়ে গিয়েছিল। গ্যাস কাটারের সাহায্যে উদ্ধার করা হয় মৃতদেহ। কোনওরকমে বেঁচে ফিরেছেন ফরজবাবু। বললেন, ‘আমি ট্রেনের বাঙ্কারে ছিলাম। তন্দ্রা এসে গিয়েছিল। হঠাই তীব্র ঝাঁকুনি। বিকট শব্দ। তারপর সব অন্ধকার। চারিদিকে শুধু চিত্কার আর আর্তনাদ। অন্যান্য কামরা থেকে কান্নার আওয়াজ আসছে। শিশুদের চিত্কারের শুনতে পাচ্ছি। এরকম পরিস্থিতিতে কোনওদিন পড়িনি। আমি শুধু জানি, আমাকে যেভাবে হোক কামরার বাইরে বেরতে হবে। এদিকে ট্রেনের মেঝেতে সবাই লুটিয়ে পড়ে। প্রায় সবাই বেঁহুশ। দেখে মনে হচ্ছে অনেকে মারাও গিয়েছেন। দেহের উপর দিয়েই হেঁটে আমি বাইরে আসি। বেরিয়ে যা দেখি, তাতে আমার বাঁচার কথা ছিল না। কিন্তু কীভাবে বেঁচে গেলাম, এখনও বুঝে উঠতে পারছি না।’ 
ইঞ্জিনের দিক থেকে দ্বিতীয় কামরায় ছিলেন বহরমপুরের হাতিনগরের বাসিন্দা অরিজিৎ পাহাড়িয়া। ইট ভাটার কাজ করতে তামিলনাড়ু যাচ্ছিলেন। লাইনচ্যুত কামরা থেকে বরাত জোরে বেঁচে ফিরে অরিজিৎবাবুর প্রতিক্রিয়া, ‘বাঁচার কথা ছিল না, কিন্তু...’
স্টেশনের লেভেল ক্রসিং থেকে একশ মিটার দুরেই থাকেন সুদর্শন দাশ। রবিবার বাড়ির বাইরে কর্তব্যরত সেনাদের শরবত খাওয়াছিলেন। দুর্ঘটনার পর ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে। বললেন, ‘এরকম মৃত্যু মিছিল আগে দেখিনি। চারিদিকে কান্নার রোল। হাহাকার। আজ যে হাতে মানুষকে জল খাওয়াচ্ছি, শুক্রবার সেই হাত রক্তে ভরেছিল। কতজনকে যে অ্যাম্বুলেন্সে তুলেছি বলতে পারব না। আমার কোলে শুয়ে কতজন যে মারা গিয়েছেন... অনেকের বাঁচার কথা ছিল, কিন্তু বাঁচাতে পারলাম না। উদ্ধারকাজই তো শুরুই হল দেড় ঘণ্টা পর!’   

5th     June,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ