বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

৭৫ টাকার কয়েন আনছে কেন্দ্র
নয়া সংসদ ভবনের উদ্বোধনকে
স্মরণীয় করে রাখতে নয়া উদ্যোগ

নয়াদিল্লি, ২৬ মে: দেশের নয়া সংসদ ভবনের উদ্বোধনের জন্য বিশেষ ৭৫ টাকার কয়েন আনতে চলেছে কেন্দ্র। আগামী রবিবার নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করার মুহূর্তকে স্মরণীয় করতে রাখতেই এই বিশেষ কয়েন আনা হচ্ছে। পাশাপাশি স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উদযাপন করার জন্যও এই কয়েন তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। ওই কয়েনে লেখা থাকবে সংসদ ভবন। সেইসঙ্গে নয়া সংসদ ভবনের ছবিও থাকবে সেই কয়েনে। অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কয়েনের একটি পিঠে অশোক স্তম্ভ থাকবে। অশোক স্তম্ভের নীচে লেখা থাকবে সত্যমেব জয় তে। কয়েনের বামদিকে দেবনগরী হরফে লেখা থাকবে ভারত। ডানদিকে ইংরেজি হরফে লেখা থাকবে ইন্ডিয়া। মুদ্রার অঙ্ক ৭৫ টাকা লেখা থাকবে কয়েনের একপিঠে। মুদ্রার অন্য পিঠে থাকবে সংসদ ভবনের ছবি। তার নীচে দেবনগরী হরফে লেখা থাকবে সংসদ সংকুল ও ইংরেজিতে পার্লামেন্ট কমপ্লেক্স। সংসদ ভবনের ঠিক নীচে লেখা থাকবে যে বছরে কয়েন তৈরি হচ্ছে সেই বছরটি। জানা গিয়েছে, ৭৫ টাকার কয়েনটি হবে বৃত্তাকার। ব্যাস হবে ৪৪ মিলিমিটার। কয়েনে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, পাঁচ শতাংশ নিকেল এবং পাঁচ শতাংশ দস্তার সংমিশ্রণ থাকবে। ৭৫ টাকার কয়েনের ওজন হবে প্রায় ৩৫ গ্রাম। তবে সেই ওজনের কিছুটা হেরফের হতেও পারে।

26th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ