বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

লভ্যাংশ বাবদ ৮৭ হাজার ৪১৬ কোটি
টাকা কেন্দ্রকে দিচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক
গত বছরের ৩ গুণ

মুম্বই (পিটিআই): ২০২২-২৩ অর্থবর্ষের ডিভিডেন্ড বা লভ্যাংশ বাবদ ৮৭ হাজার ৪১৬ কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে দেবে রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। শুক্রবার আরবিআইয়ের সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টরসের ৬০২তম বৈঠকে এবিষয়ে অনুমোদন মিলেছে। শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের পৌরোহিত্যে এদিনের বৈঠক হয়। ২০২১-২২ অর্থবর্ষে সরকারকে ডিভিডেন্ড বাবদ ৩০ হাজার ৩০৭ কোটি টাকা দিয়েছিল আরবিআই। অর্থাৎ গতবারের থেকে এবার ডিভিডেন্ড হিসেবে প্রায় তিনগুণ বেশি টাকা সরকারের হাতে আসছে।
আরবিআইয়ের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ২০২২-২৩ সালে ৮৭ হাজার ৪১৬ কোটি টাকা সরকারকে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে বোর্ড। আপৎকালীন ঝুঁকি বা ‘কন্টিনজেন্সি রিস্ক বাফার’ হিসেবে লাভের ৬ শতাংশ অর্থ আরবিআইয়ের হাতে রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিনের বৈঠকে দেশীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি ও সেই সংক্রান্ত চ্যালেঞ্জগুলি খতিয়ে দেখা হয়েছে। বিশ্বজুড়ে চলতি ভূ-রাজনৈতিক ঘটনাবলির প্রভাবও বিশ্লেষণ করা হয়েছে এদিন। ২০২২-২৩ সালে আরবিআইয়ের কাজকর্ম খতিয়ে 
দেখে বার্ষিক রিপোর্টে অনুমোদন দেওয়া হয়েছে।

20th     May,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ