বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

জলের উপর কর চাপাতে কেন্দ্র
এবার চাপ দিচ্ছে রাজ্যগুলিকে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর বিনা পয়সায় জল নয়! দ্রুত চালু হোক জল কর। এমনটাই চাইছে মোদি সরকার। ২০১৯ সালে এই ইস্যুতে দেশের পুরসভাগুলিকে একপ্রস্থ পরামর্শ দিয়েছিল কেন্দ্র। আবার সেই একই ইস্যুতে চাপ বাড়াচ্ছে কেন্দ্র। ২০২৪ সালের মধ্যেই ‘জল জীবন মিশনের’ মাধ্যমে ‘হর ঘর নল কি পানি’ ব্যবস্থায় প্রত্যেকের ঘরে পাইপলাইনের মাধ্যমে পানীয় জল পৌঁছে দেওয়ার যে প্রকল্প নেওয়া হয়েছে, সেই ব্যবস্থা সফল করতে মরিয়া মোদি সরকার। কারণ এই প্রকল্প শেষ করার সময়সীমা বার বার বদলেছে। তাই আর দেরি করতে নারাজ তারা। কিন্তু এবার মোদি সরকার চা‌ই঩ছে, রাজধানী দিল্লির মতো দেশজুড়ে পুরসভাগুলি চালু করুক জল কর।
পুরসভাগুলি জল সরবরাহ করে শহরে শহরে। দুই থেকে তিনবার সেই জল পাওয়া যায়। কিন্তু সিংহভাগ রা঩জ্যেই কোনও কর দিতে হয় না। জল ব্যবহার, জল সংরক্ষণ সহ নানা বিষয়ে একটি সাধারণ গাইডলাইন তৈরির লক্ষ্যে ‘ওয়াটার ফ্রেমওয়ার্ক বিল’ তৈরি করেছিল কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক। সেই খসড়া বিল পাঠানো হয়েছিল বিভিন্ন রাজ্যে। জল সরবরাহ যেহেতু রাজ্যের এক্তিয়ারে, তাই জল নিয়ে কোনও সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার চাপিয়ে দিতে পারে না রাজ্যগুলির উপর। কিন্তু জল জীবন মিশন যাতে সব রাজ্যে সমানভাবে প্রযুক্ত হয় এবং পুরসভা এলাকায় জল সরবরাহে ন্যূনতম কর যাতে ধার্য হয়— সেই প্রস্তাব দিয়ে এই গাইডলাইন পাঠানো হয়। রাজ্যগুলিকে বলা হয়েছিল, এই খসড়া বিল নিয়ে তাদের মতামত জানাতে। ১৩টি রাজ্য ইতিমধ্যে মতামত জানিয়েছে। কিছু রাজ্য অন্তর্বর্তী রিপোর্ট পাঠিয়েছে। তাদের বক্তব্য, আরও আলোচনার প্রয়োজন আছে। জলসম্পদ মন্ত্রকের এই প্রস্তাবকে সামনে রেখে নগরোন্নয়ন মন্ত্রক দেশের পুরসভাগুলিকে পরামর্শ দিতে চলেছে, নিজেদের আয় বাড়াতে হলে কিছু কিছু কর চাপানো উচিত।

23rd     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ