বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘স্বৈরাচারী’ বিজেপি, একযোগে
আক্রমণ কংগ্রেস ও সিপিএমের
ত্রিপুরা

বিশেষ সংবাদদাতা, আগরতলা: ভোটের ময়দানে বিজেপিকে কুপোকাত করতে হাত ধরাধরি করে পথচলা শুরু করে দিল সিপিএম ও কংগ্রেস। এবার বিধানসভা ভোটে ত্রিপুরায় এই দুই ‘যুযুধান’ দলের জোট অন্যতম চর্চিত বিষয়। সোমবার আগরতলায় জোটের তরফে এক যৌথ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সিপিএমের সম্পাদক তথা সাব্রুম কেন্দ্রের বাম প্রার্থী জিতেন্দ্র চৌধুরী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কৈলাশহরের প্রার্থী বীরজিৎ সিনহা। এদিন দুই দলই বিজেপিকে ‘স্বৈরাচারী’ বলে আক্রমণ শানায়।
সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, ‘রাজ্যের মানুষ গত পাঁচ বছর ধরে প্যারাসুট থেকে নেমে আসা মুখ্যমন্ত্রীদের দেখেছেন। যাঁদের সঙ্গে এরাজ্যের মানুষের কোনও সম্পর্কই নেই। আর মাত্র ৩০ দিনের অপেক্ষা। বিজেপির অপশাসনের অবসান হতে চলেছে। রাজ্য পাবে নতুন মুখ্যমন্ত্রী।’
এই জোট প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতির যুক্তি, ‘আমরা মানুষের স্বার্থে রাজনীতি করি। বিজেপির শাসনকালে ত্রিপুরার মানুষের স্বার্থ বিঘ্নিত হয়েছে। তাই আমরা চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল একে অপরের সঙ্গে হাত মেলাতে বাধ্য হয়েছি।’

7th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ