বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

আজ ত্রিপুরায় শাহ ও মমতা,
ভোটে উত্তেজনার পারদ তুঙ্গে

বিশেষ সংবাদবাতা, আগরতলা: বিধানসভা ভোটে রাজনৈতিক উত্তেজনার পারদ তুঙ্গে। একই দিনে ত্রিপুরায় প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই হেভিওয়েট নির্বাচনী প্রচার ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। আজ, সোমবার শাহ-মমতা দ্বৈরথের সাক্ষী থাকতে চলেছে উত্তর-পূর্বের এই রাজ্য। এদিন খোয়াই ও শান্তিনগরে দু’টি জনসভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের জনসভার আগে রবিবার দু’টি জায়গায় গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। দ্বিতীয় দফায় ত্রিপুরার মসনদে বিজেপিকে বসাতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে কসুর করছে না, তা বোঝাই যাচ্ছে। এদিকে, তৃণমূল সূত্রে খবর, দু’দিনের ত্রিপুরা সফরে সোমবার বিকেল পাঁচটা নাগাদ আগরতলা বিমানবন্দরে পৌঁছবেন মমতা। তারপর সোজা চলে যাবেন উদয়পুরের ত্রিপুরাসুন্দরী মন্দিরে। পুজো দিয়ে ফিরে আসবেন আগরতলায়। রাতে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। মঙ্গলবার আগরতলায় এক পদযাত্রায় অংশ নেবেন তৃণমূল নেত্রী। রবীন্দ্রভবন থেকে শুরু হবে পদযাত্রা। সেখান থেকে রাজবাড়ি, অ্যাকশন গেট, কামান চৌমুহনী, সূর্য চৌমুহনী, বটতলা, শঙ্কর চৌমুহনী, বিদুরকর্তা চৌমুহনী ঘুরে রবীন্দ্রভবনে এসেই শেষ হবে মিছিল। সেখানেই জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো।
মমতা ত্রিপুরার মাটিতে পা দেওয়ার আগে দলের রাজ্য সভাপতি পীযূষ বিশ্বাস বলেন, ‘একটি মিশনে রাজ্যে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী। তা হল এরাজ্য থেকে বিজেপিকে তাড়ানো।’ রবিবার তৃণমূলের তরফে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হয়। 
 তৃণমূল কংগ্রেসের ইস্তাহার প্রকাশ। -নিজস্ব চিত্র

6th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ