বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

এএসআইয়ের গুলিতে গুরুতর
আহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী

ভর্তি হাসপাতালে

কটক, ২৯ জানুয়ারি: নিশানায় স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এক এএসআইয়ের হাতে গুলিবিদ্ধ হলেন মন্ত্রী। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ওড়িশার ঝাড়সুগড়ার ব্রজরাজনগরে গান্ধী চক এলাকায়। আজ, রবিবার দুপুর ১ টা নাগাদ ওই এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নবকিশোর দাস। সেখানেই তাঁকে লক্ষ্য করে পরপর দুবার গুলি চালান এক অ্যাসিস্টেন্ট সাব ইনস্পেক্টর। সেই গুলি সরাসরি মন্ত্রীর বুকে লাগে। সেই ঘটনার পরেই গুরুতর আহত অবস্থায় মন্ত্রীকে কাছাকাছি এক হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিমানে করে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়ছেন, ‘ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গাড়ি থেকে নামেন মন্ত্রী নবকিশোর দাস। সেই সময় তাঁকে শুভেচ্ছা জানানোর জন্য ঘিরে ধরে বহু মানুষ। ঠিক তখনই পরপর দুটি গুলি চালানোর শব্দ শোনা যায়। তারপরেই দেখা যায় মন্ত্রী মাটিতে লুটিয়ে পড়েছেন। অপরদিকে এক পুলিস কর্মীকে ছুটে পালাতে দেখি।‘ স্থানীয়দের তৎপরতায় মন্ত্রীকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওড়িশা পুলিসের তরফে জানানো হয়েছে, ওই এএসআইয়ের নাম গোপাল দাস। তাঁকে এলাকাবাসীরাই আটক করে পুলিসের হাতে তুলে দেন। কিন্তু ঠিক কী কারণে মন্ত্রীকে গুলি চালিয়েছেন ওই এএসআই? সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিস কর্তারা। এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ক্রাইম ব্রাঞ্চকে গোটা ঘটনার তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তিনি।

29th     January,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ