বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

‘নরেন্দ্র মোদিকে অপমানের
প্রতিযোগিতা চলছে কংগ্রেসে’
খাড়্গের ‘রাবণ’ মন্তব্যে অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী

আমেদাবাদ: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ‘রাবণ’ মন্তব্য নিয়ে এতদিন নীরবই ছিলেন তিনি। অবশেষে মুখ খুললেন গুজরাতের প্রথম দফার ভোটগ্রহণের দিন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তোপ, ‘রামভক্তদের ভূমিতে কাউকে রাবণ বলা ঠিক নয়। মোদিকে কে কত বেশি অপমান করতে পারে, কংগ্রেসে তার প্রতিযোগিতা চলছে।’ শুধু প্রধানমন্ত্রী নন, ভোটগ্রণের দিন কংগ্রেসের মুণ্ডপাত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সানন্দের রোডশো থেকে তাঁর তোপ, ‘প্রধানমন্ত্রী মোদি সম্পর্কে কংগ্রেস যতবার কুকথা বলেছে, গুজরাতের মানুষ ব্যালট বক্সে তার যোগ্য জবাব দিয়েছে। এবারও তার অন্যথা হবে না।’
প্রথম দফায় গুজরাতের ৮৯টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয় এদিন। ভোট চলার মধ্যেই রাজ্যের অন্য প্রান্তে সভা করেন প্রধানমন্ত্রী মোদি। কালোলের সেই সভা থেকেই ‘রাবণ’ মন্তব্যের জবাব দিলেন তিনি। সুকৌশলে নীরবতা ভাঙার জন্য বেছে নিলেন প্রথম দফার ভোটগ্রহণের দিনটিকে। পরিচিত ভঙ্গিতে প্রধানমন্ত্রীর তোপ, ‘কয়েক দিন আগে এক কংগ্রেস নেতা বলেছিলেন, কুকুরের মতো মরবে মোদি। অন্য একজন বলেন, হিটলারের মৃত্যু হবে। অপর একজন আবার বলেন, সুযোগ পেলে আমি নিজেই মোদিকে খুন করব। কেউ রাবণ বলছেন, কেউ আবার রাক্ষস এমনকী আরশোলা বলতেও ছাড়ছেন না। কংগ্রেস আমার নাম নিচ্ছে, তাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু এধরনের শব্দ ব্যবহার করেও কংগ্রেসের কোনও অনুতাপ নেই। এটাই আমাকে অবাক করছে। কংগ্রেস মনে করে, দেশের প্রধানমন্ত্রীকে অপমান করাটা তাদের অধিকার।’
খাড়্গের ‘রাবণ’ মন্তব্যের কয়েক দিন আগে আরও এক কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রির তোপ ছিল, মোদির দৌড় কতদূর, এবারের ভোটে তা টের পাইয়ে দেব আমরা। নরেন্দ্র মোদির নামে স্টেডিয়ামের নামকরণ ইস্যুতে ওই মন্তব্য ছিল তাঁর। খাড়্গের সঙ্গে এদিন মধুসূদন মিস্ত্রিকেও তুলোধোনা করেন প্রধানমন্ত্রী। মোদির কটাক্ষ, ‘গুজরাতের মানুষ আমাকে যে শক্তি দিয়েছেন, তাতে কংগ্রেস বড়ই বিপাকে। একজন কংগ্রেস নেতা এখানে এসে বলছেন, মোদির দৌড় কতদূর, ভোটে তা টের পাইয়ে দেব। কংগ্রেস ভাবছে, মোদির নামে আরও কুকথা বলতে হবে। তাই তারা খাড়্গেকে এখানে পাঠায়। আমি খাড়্গেজিকে সম্মান করি। কিন্তু তাঁর জানা উচিত কোথায় কী বলতে হয়। কংগ্রেস জানে না গুজরাত রামভক্তদের রাজ্য। এখানে দাঁড়িয়ে তিনি বলেন, রাবণের মতো মোদির ১০০ মাথা।’

2nd     December,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ