বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

দ্রৌপদী মুর্মুর পরিবর্তে ফ্লেক্সে মোদির ছবি
বিজেপির প্রচার নিয়ে কড়া
সমালোচনা বিরোধী শিবিরের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। অথচ বিজেপির তরফে দেওয়া ফ্লেক্সে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি। এমন ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে জাতীয় রাজনীতিতে। ঘটনাটি মণিপুরের। সেরাজ্যের বিজেপির তফসিলি জাতি মোর্চার তরফে ফ্লেক্স ও ব্যানারের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে। ওই ফ্লেক্সে দ্রৌপদী মুর্মুর নাম থাকলেও, তাঁর কোনও ছবি নেই। বরং তাতে জ্বলজ্বল করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে বিজেপির প্রতীক পদ্মফুল। বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই ফ্লেক্সের ছবি তুলে ধরে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। জোড়াফুল শিবিরের সর্বভারতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় বলেন, ‘এটা সংকীর্ণ দলীয় রাজনীতির প্রতিফলন। রাষ্ট্রপতির মতো সাংবিধানিক পদে নির্বাচনের ক্ষেত্রে একেবারেই অনুচিত। রাষ্ট্রপতি পদটি নিরপেক্ষ। তিনি সমাজের সকল মানুষের প্রতিনিধি। কিন্তু বিজেপির এই কাণ্ড-কারখানা ব্যক্তি নরেন্দ্র মোদির আরও প্রচার করার প্রয়াস।’ একইসঙ্গে তৃণমূলের কটাক্ষ, ‘বিজেপি একদিকে দাবি করছে, আদিবাসী মহিলা রাষ্ট্রপতি পদপ্রার্থী, অথচ পোস্টার বা ব্যানারেই তাঁকে জায়গা দিতে কুণ্ঠাবোধ করছে।’
একইসুরে বিজেপিকে আক্রমণ করেছে কংগ্রেসও। কটাক্ষের সুরে এআইসিসির সংযোগ বিভাগের প্রধান কংগ্রেস এমপি জয়রাম রমেশের টুইট, ‘ওয়ান নেশন, ওয়ান ফটো।’ এখানেই থামেনি হাত শিবির। বরং, দ্রৌপদী মুর্মুকে আক্রমণ শানিয়ে মোদির সমালোচনায় সরব হয়েছে তারা। বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গত আট বছরে একটিও সাংবাদিক সম্মেলন করেননি নরেন্দ্র মোদি। একইভাবে গত ২৪ জুন মনোনয়ন পেশের পর থেকে সাংবাদিকদের মুখোমুখি হননি দ্রৌপদী মুর্ম। কী অদ্ভূত মিল!’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ছেড়ে কথা বলেননি বিরোধী শিবিরের মনোনীত যশবন্ত সিংও। কটাক্ষের সুরে দ্রৌপদী মুর্মুর মনোনয়ন পেশের বিষয়টি উত্থাপন করেছেন তিনি। বলেছেন, ‘এর আগেও মহিলা রাষ্ট্রপতি (প্রতিভা পাতিল) হয়েছেন। কিন্তু এরকম দেখিনি। প্রার্থী নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যসভার সচিবালয়ে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। ছবি, ভিডিও ফুটেজেই তা স্পষ্ট। ফলে রাষ্ট্রপতি ভবনে রাবার স্ট্যাম্প রাষ্ট্রপতিই চাইছে মোদি সরকার।’

7th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ