বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিজেপির সঙ্গে জঙ্গি যোগের অভিযোগ, সরব হচ্ছে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজস্থানে দায়ের হয়েছিল আগেই। এবার তার সঙ্গে যুক্ত হল দিল্লি, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। দলের শীর্ষ নেতৃত্বের নামে মিথ্যে খবর প্রচারের অভিযোগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর সহ বিজেপির কয়েকজন নেতার বিরুদ্ধে রাজ্যে রাজ্যে এফআইআর দায়ের করল কংগ্রেস। উদয়পুরে সন্দেহজনক জঙ্গিদের হাতে খুন হওয়া দর্জি কানহাইয়ার বাড়িতে সমবেদনা জানাতে শীঘ্রই রাজস্থানে যেতে পারেন রাহুল গান্ধী। রাজস্থানে কংগ্রেসের সরকার চলছে। বিজেপি এই খুনের ঘটনার পর মুখ্যমন্ত্রী অশোক গেহলটের শাসককালের ব্যর্থতার আওয়াজ তুলে মাঠে নামলেও তা বুমেরাং হয়ে গিয়েছে। কারণ, খুনে যুক্ত দুই সংখ্যালঘুর মধ্যে একজনের (রিয়াজ আটারি) সঙ্গে বিজেপির সংযোগের খবর মিলেছে। ওই ব্যক্তি বিজেপির সদস্য বলেও ছবি সহ তথ্য সামনে তুলে ধরেছে কংগ্রেস। একইভাবে গত রবিবার জম্মুতে ধরা পড়া জঙ্গি তালিব শাহও একসময় বিজেপির রাজ্য সংখ্যালঘু সেলের সদস্য ছিলেন। তাই এই জঙ্গি-যোগকেই হাতিয়ার করে মোদি-শাহর বিরুদ্ধে তেড়েফুঁড়ে নামতে চলেছে কংগ্রেস। বিজেপি মুখে দেশপ্রেমের কথা বললেও আদতে দেশের ক্ষতি করছে বলেই কংগ্রেসের অভিযোগ। এআইসিসির মুখ্যপাত্র পবন খেরা এবং সুপ্রিয়া শ্রীনেট সোমবার বলেন, কারা দেশ অশান্ত করছে, তা স্পষ্ট হয়ে যাচ্ছে। তা‌ই রাহুল গান্ধীর নামে মিথ্যা ভিডিওর প্রচার না করে দলের অন্দরে ভালো করে খোঁজখবর নিয়ে দেখুক বিজেপি। 

5th     July,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ