বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

উত্তরপ্রদেশে স্কুলে
শিক্ষিকাকে জুতোপেটা
সাসপেন্ড প্রধান শিক্ষক

লখনউ: স্কুলের মধ্যেই এক মহিলা পার্শ্ব শিক্ষককে (শিক্ষামিত্র) জুতো দিয়ে পেটালেন প্রধান শিক্ষক! শুক্রবারের এই চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের লখিমপুর খেরির মহানগুখেড়া প্রাথমিক বিদ্যালয়ের। সহকর্মীকে এভাবে নিগ্রহের ভিডিও ভাইরাল হতেই প্রতিবাদে সরব হয় শিক্ষামহল। অভিযুক্ত প্রধান শিক্ষককে তড়িঘড়ি সাসপেন্ডও করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ঘটনার তদন্তের জন্য তৈরি করা হয়েছে তিন সদস্যের দল। 
অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম অজিত কুমার। সূত্রের খবর, এদিন স্কুলে আসতে দেরি করেন ওই মহিলা পার্শ্বশিক্ষক। এজন্য তাঁকে হাজিরা খাতায় স্বাক্ষর করতে বাধা দেন প্রধান শিক্ষক। এই নিয়ে দু’জনের মধ্যে তুমুল বচসা বেধে যায়। এরইমধ্যে আচমকাই উপস্থিত সবার সামনে ওই শিক্ষিকাকে জুতো দিয়ে মারতে শুরু করেন অভিযুক্ত প্রধান শিক্ষক। এরইমধ্যে এক সহকর্মী প্রধান শিক্ষককে সরিয়ে দেন। ভাইরাল ভিডিওতে কয়েকজন পড়ুয়াকেও দেখা গিয়েছে। পরে এ ব্যাপারে আক্রান্ত শিক্ষিকা বলেছে, ‘আমি এখানে কাজ করি, তা কখনই উনি চাননি। দু’বছর প্রধান শিক্ষকের পছন্দের প্রার্থীর বদলে আমি এখানে চাকরি পাই। সেই থেকেই আমার  সঙ্গে দুর্বব্যহার করছেন অজিতবাবু।’ এই সমস্ত অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ওই প্রধান শিক্ষক। তাঁর দাবি, ‘ওই শিক্ষিকা একাধিকবার আমায় চড় মারেন। আমি শুধু নিজেকে বাঁচানোর চেষ্টা করছিলাম।’ এলাকার প্রাথমিক শিক্ষা আধিকারিক লক্ষ্মীকান্ত পান্ডে বলেন, ‘মহিলা শিক্ষামিত্রের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠায় প্রধান শিক্ষক অজিত কুমারকে সাসপেন্ড করা হয়েছে। সহকর্মীর প্রতি এধরনের আচার আচরণে সংশ্লিষ্ট পদের মর্যাদা ভূলুন্ঠিত করেছেন তিনি।’ 

26th     June,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ