বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

অপরাধীর মানসিক অবস্থা
খতিয়ে দেখে মৃত্যুদণ্ড
জানাল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: মৃত্যুদণ্ড দেওয়ার আগে অপরাধীর মানসিক স্থিতি ও পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করতেই হবে। ফাঁসির সাজাপ্রাপ্ত মধ্যপ্রদেশের তিন অপরাধীর মামলার প্রেক্ষিতে গত সপ্তাহে এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ। ২০১১ সালের জুনে মধ্যপ্রদেশে একটি বাড়িতে চুরি করতে ঢুকেছিল ওই তিনজন। শেষপর্যন্ত তারা বাড়ির তিন মহিলাকে নৃশংসভাবে খুন করে। নিম্ন আদালত ও মধ্যপ্রদেশ হাইকোর্ট তাদের ফাঁসির সাজা দেয়। কিন্তু জেলে তাদের শৃঙ্খলাপরায়ণ আচরণ এবং ভুল শুধরে জীবনের মূল স্রোতে ফেরার অদম্য ইচ্ছার প্রেক্ষিতে বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভাট এবং বিচারপতি বেলা ত্রিবেদির বেঞ্চ সেই সাজা কমিয়ে যাবজ্জীবন (ন্যূনতম ২৫ বছর) কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, কোনও অপরাধীকে ফাঁসির সাজা দেওয়ার আগে সাতটি বিষয় অবশ্যই বিবেচনা করতে হবে। যেমন, কোন পরিস্থিতিতে অপরাধটি সংগঠিত হয়েছে? তাছাড়া, অভিযুক্তের বয়স, পারিবারিক ইতিহাস, অতীত অপরাধের রেকর্ড, শিক্ষাগত যোগ্যতা সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখতে হবে। বিচারপতিরা বলেছেন, দুর্ভাগ্যবশত অপরাধের প্রেক্ষিত সঠিকভাবে বিচার না করেই নিম্ন আদালতে অপরাধীদের মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। অপরাধের সময় অভিযুক্তের মানসিক পরিস্থিতি কী ছিল, তাও খতিয়ে দেখা হয় না। তাছাড়া সাজাপ্রাপ্ত ব্যক্তি জেলে কীভাবে কাজ করছেন, কেমন আচরণ করছেন, তাও বিচার করতে হবে। বচ্চন সিং বনাম পাঞ্জাব সরকার (১৯৮০) মামলার প্রসঙ্গ টেনে বিচারপতিরা বলেন, বিচারব্যবস্থায় সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত। 

25th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ