বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

খলিস্তানি জঙ্গিদের কাজে লাগিয়ে ভারতে
রেললাইন ওড়ানোর ষড়যন্ত্র পাকিস্তানের

নয়াদিল্লি: এবার ভারতে রেললাইন উড়িয়ে দেওয়ার ছক পাকিস্তানের। নেপথ্যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা, আইএসআই। খলিস্তানি জঙ্গিদের স্লিপার সেলগুলিকে পাঞ্জাব সহ বিভিন্ন রাজ্যে রেললাইন ওড়ানোর নির্দেশ দিয়েছে পাক গুপ্তচর সংস্থাটি। এবিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য হাতে আসায় নিরাপত্তা এজেন্সিগুলিকে সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, বিশেষ করে মালগাড়ি যাওয়ার সময় রেললাইনে বিস্ফোরণের পরিকল্পনা নিয়েছে আইএসআই।
কুখ্যাত খলিস্তানি জঙ্গি হরবিন্দর সিং রিন্দা লাহোরে গা-ঢাকা দিয়ে রয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, রিন্দার সঙ্গে হাত মিলিয়েই ভারতে নাশকতার এই নয়া ছক কষেছে আইএসআই। এজন্য পাঞ্জাবে খলিস্তানি স্লিপার সেলগুলির সঙ্গে সমন্বয়ও রাখছে রিন্দা। এই স্লিপার সেলগুলির জন্য বিশাল অর্থের ব্যবস্থা করেছে আইএসআই। নাশকতার এই চেষ্টা ভেস্তে দিতে ইতিমধ্যেই আরপিএফ এবং পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান সরকারকে সতর্ক করা হয়েছে বলে খবর। নজরদারি বাড়াতে বলা হয়েছে। রেলের ডিভিশনার অফিসগুলিকে বলা হয়েছে, লাইন বরাবর টহলদারি বাড়াতে হবে। নিরাপত্তা বাহিনীর এক প্রবীণ অফিসার বলেন, জম্মু ও কাশ্মীরে ব্যর্থ হয়ে এখন পাঞ্জাবকে টার্গেট করেছে আইএসআই। সীমান্ত লাগোয়ে এই রাজ্যে সন্ত্রাসবাদ ফিরিয়ে আনতে চাইছে তারা। এই কাজে পাকিস্তানি গুপ্তচর সংস্থাটিকে ভারতের বাইরে থেকে সাহায্য করছে শিখস ফর জাস্টিস (এসএফজে), বব্বর খালসা সহ অন্য সংগঠনগুলি। পাঞ্জাবের যুবকদের ভুল বুঝিয়ে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার চেষ্টা চলছে। অল্প বয়সিদের কাজে লাগিয়েই পাঞ্জাবে সন্ত্রাসের দিন ফেরাতে চাইছে তারা। সম্প্রতি হরিয়ানার কার্নাল জেলা থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও আইইডি সহ গ্রেপ্তার করা হয় চার শিখ যুবককে। খলিস্তানি জঙ্গিরা যে অন্য রাজ্যগুলিতেও তাদের নেটওয়ার্ক ছড়াতে চাইছে, এই ঘটনাই তার প্রমাণ। শুধু তাই নয়, সম্প্রতি মোহালিতে পাঞ্জাব পুলিসের গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে আরপিজি হামলা হয়। পরিষ্কার বোঝা যাচ্ছে, সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্রশস্ত্র ও মাদক পাঠিয়ে পাঞ্জাবের যুবকদের ফের নাশকতার পথে ঠেলে দিতে চাইছে আইএসআই।

24th     May,   2022
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ